Site icon Mati News

অ্যাপলকে টপকে শীর্ষে মাইক্রোসফট

মাইক্রোসফট

২০১০ সালের পর প্রথমবারের মতো অ্যাপলকে টপকে শীর্ষস্থানে মাইক্রোসফট। ৭৫,৩৩০ কোটি ডলারের বাজারমূল্য নিয়ে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি বাজারমূল্যের প্রতিষ্ঠান হিসেবে জায়গা করে নিয়েছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট।

গত আগস্টে প্রথম ট্রিলিয়ন ডলার কোম্পানি হিসেবে নাম লেখানোর রেকর্ড গড়া অ্যাপলের শেয়ার পড়ে গেলে মাইক্রোসফট শীর্ষস্থান দখল করে। প্রত্যাশা অনুযায়ী আইফোন বিক্রি করতে না পারাকেই অ্যাপলের বাজারমূল্য কমার মূল কারণ হিসেবে দেখা হচ্ছে বলে উল্লেখ করা হয় আইএএনএস এর প্রতিবেদনে।

তালিকায় ৭৩৬৬০ কোটি ডলার নিয়ে তৃতীয় অবস্থানে আছে মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। ৭২,৫৫০ কোটি ডলার নিয়ে চতুর্থ অবস্থানে আছে ওয়েব জায়ান্ট গুগলের প্রতিষ্ঠান অ্যালফাবেট। মাইক্রোসফট প্রধান নির্বাহী সাত্যিয়া নাদেলা এক বিবৃতিতে বলেন, আমরা ২০১৯ অর্থবছরে একটি সুন্দর সূচনা করছি, এটি আমাদের উদ্ভাবন ও গ্রাহকরা তাদের ডিজিটাল রূপান্তরে আমাদের উপর যে আস্থা রাখছে তার একটি ফলাফল।

Exit mobile version