Site icon Mati News

টিন টিপস : নিজে বানাও মুখোশ

ইস্! বললেই হলো। মুখোশ আবার বানানো যায় নাকি? এই ভেবে ঠোঁট উল্টানোর আগে একবার ভাবো, যে মুখোশগুলো তুমি দেখো বা কিনে আনো সেগুলো কেউ না কেউ তো বানায়। তবে তুমি কেন পারবে না? চলো, তাহলে বাঘের মুখোশ বানাই। তবে এ মুখোশ পরে বাঘ শিকারে না যাওÑবাংলাদেশ ক্রিকেট দলের খেলা দেখতে তো যেতে পারো।
প্রথমে একটি শক্ত কাগজে বাঘের মুখ এঁকে রং করে নাও। তারপর বাঘের মুখের আকারটি কাঁচি দিয়ে কাটো। চোখের জায়গাটি ছিদ্র করে ফেলো। নাকের জায়গায় লাল রঙের কাগজ বা তুলা গোল করে আটকে দাও গাম দিয়ে। বাদামি কাগজ কেটে মাথার ওপর আটকাও। গালের দুই পাশেও তিনটি করে বাদামি কাগজ আটকে দাও। মুখের জায়গায় মুখাকৃতির লাল কাগজ কেটে গাম দিয়ে আটকাও। চিকন আর লম্বা করে স্ট্র কেটে গোঁফ বানিয়ে বসাও নাকের নিচে। এবার দুই পাশের কানে গাম দিয়ে উল বা তুলা আটকে দাও। গালের দুই পাশে দুটি ছিদ্র করে চিকন ইলাস্টিক গিট্টু দিয়ে আটকাও। ব্যস, হয়ে গেল তোমার নিজের হাতে বানানো বাঘের মুখোশ। এবার ইচ্ছে মতো ভীতুদের ভয় দেখাবে নাকি এটা পরে বাংলাদেশ দলের খেলা দেখতে যাবেÑসেটা তোমার ইচ্ছে।

Exit mobile version