লেবু গাছে লেবু ধরে না কী সার দেবেন?

লেবু গাছে বেশ ভালো পরিমাণে সার দিতে হয়। গাছ বড় হওয়ার সময় উন্নত জৈব সার মেশানো মাটি ব্যবহার করবেন। শুধু কোকোডাস্ট ব্যবহার করবেন না। এর সঙ্গে বেলে দোআঁশ মাটি মিশিয়ে দিতে হবে।

মাটিতে টবের আকার অনুযায়ী কয়েক ‍মুঠ হাড়ের গুঁড়ো আর আড়াইশ গ্রামের মতো ডিমের খোসা গুঁড়া (পাউডার হলে ভালো) দেবেন। পরে নিম খৈল ভেজানো পানি দেবেন ১৫ দিনে একবার।

গাছ বড় হলে ফুল আসার সময় পানি দেওয়ার পরিমাণ কমিয়ে দেবেন। তবে একেবারে মাটি যেন আবার শুকিয়ে না যায়।

agriculture tips