Site icon Mati News

আপনার হার্টে সমস্যা আছে কিনা নিশ্চিত হওয়ার জন্য যেসব পরীক্ষা করবেন

হার্টের অসুখের হার্টে সমস্যা

আপনার হার্টে কোন সমস্যা আছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য যেসব পরীক্ষা করবেন

দৈহিক পরীক্ষা : যেকোনো ধরনের বিশ্লেষণমূলক পরীক্ষার আগে রোগীর দেহের বাহ্যিক পরীক্ষা করা হয় যেমন রোগীর রক্ত চাপ নাড়ির গতি তারপরেই লিপিড প্রোফাইল এবং ব্লাড সুগার পরীক্ষার আদেশ দেওয়া হয়

ইসিজি : এটা একটা অতিশয় নিরাপদ পরীক্ষা হৃদরোগ বিশেষজ্ঞরা বহুলভাবে এটার ব্যবহার করেন ইস ইজিয়ের রেখাচিত্রে পরিবর্তন দেখে হূদরোগ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়

টিএমটি : যখন ইসিজি রিপোর্ট একাধিক অনির্দিষ্ট ইঙ্গিত দেয় বা ধমনী গত হৃদরোগের কোন সুনির্দিষ্ট প্রমাণ দেয় না তখন এই পরীক্ষার প্রয়োজন হয়| হৃদপিণ্ড বেষ্টনকারী ধমনীর রোগ সম্পর্কে নিশ্চিত হওয়ার ব্যাপারে এটা একটা অতি নির্ভরযোগ্য অনাক্রমণ পরীক্ষা।

ইকোকার্ডিওগ্রাম: এটা সাধারণত করা হয় হৃদপিন্ডের পাম্পিং ক্ষমতা নির্ণয় করার জন্য এই পরীক্ষাগুলোর অবস্থা সম্বন্ধে খবর দেয়|

এনজিওগ্রাফি : এই পরীক্ষাতে একটা লম্বা তার ব্যবহৃত হয় এই তার হৃদপিন্ডের অবরুদ্ধ নলের মধ্যে অস্বচ্ছ রঙিন রশ্মির সাহায্যে পুরে দেওয়া হয় এবং তারপর আনুমানিক শতকরা অবরুদ্ধ অংশের পরিমাণ নির্ধারণ করা হয়| অধিক ব্যয়বহুল ও স্পষ্টরূপে নির্দিষ্ট না হওয়া সত্বেও এই পরীক্ষার মধ্যে যথেষ্ট ঝুঁকি আছে কেবল মাত্র যারা এনজিওপ্লাস্টি বা বাইপাস সার্জারি করতে আগ্রহী তাদেরই কেবলমাত্র এগিয়ে আসা উচিত এই পরীক্ষার জন্য

Exit mobile version