Site icon Mati News

ইরানের ডিভাইসে ৫ সেকেন্ডে করোনা শনাক্ত

করোনা শনাক্ত

বুধবার এক অনুষ্ঠানে ইসলামিক রেভোলিউশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার একটি নতুন করোনা শনাক্ত পরীক্ষা মেশিন উন্মোচন করেছেন। এই ডিভাইসে পাঁচ সেকেন্ডের মধ্যে শনাক্ত করা যাবে করোনাভাইরাস।

মেজর জেনারেল হোসেইন সালামি বলেছিলেন, এই অর্জনটি যুগান্তকারী। এটি বাসিজ (ইরানের স্বেচ্ছাসেবক দল) উদ্ভাবন করেছে। তিনি বলেন, যন্ত্রটিতে এক ধরনের চৌম্বকীয় ক্ষেত্র তৈরি করা। এটি একশ মিটার ব্যাসার্ধের মধ্যে করোনায় আক্রান্ত স্থানগুলো দেখিয়ে দেবে। করোনা রোগীদের জন্য রক্তের পরীক্ষা করার প্রয়োজন হবে না। এটি একটি নির্দিষ্ট দূরবর্তী অবস্থান থেকে কাজ করে।

জেনারেল হোসেইন সালামি বলেছেন, ডিভাইসটি বিভিন্ন হাসপাতালে পরীক্ষা করা হয়েছে। এটি ৮০ শতাংশ কার্যকার বলে প্রমাণিত হয়েছে। মহামারি করোনাভাইরাস শনাক্তকরণ এবং ভয়াবহ এ ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকানোর লক্ষেই এই যুগান্তকরী উদ্ভাবন।

সূত্র: ইরানা।

Exit mobile version