Site icon Mati News

কণ্ঠশিল্পী হ্যাপি আফরিনের বাঁচার আকুতি

কণ্ঠশিল্পী হ্যাপি আফরিনের বাঁচার আকুতি

হ্যাপি আফরিন। ২০১২ সালে রবি ট্যালেন্ট হান্ট থেকে উঠে আসা এই কণ্ঠশিল্পী এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

এনিমিয়ায় আক্রান্ত হ্যাপিকে গত ২৩ তারিখে রাজধানীর নর্দার্ন হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হলে আজ রাজধানীর শমরিতার আইসিইউতে হ্যাপিকে নেওয়া হয়েছে।

হ্যাপির বাবা একজন গাড়িচালক। হ্যাপি নিজে পড়াশোনার পাশাপাশি টুকটাক গান করতেন। হ্যাপির মা শাহনাজ আক্তার কালের কণ্ঠকে বলেন, আমার মেয়ে এনিমিয়ায় আক্রান্ত। রক্ত শরীরে থাকে। কিছুদিন থেকে সেটা প্রকট আকার ধারণ করেছে। আমরা চিকিৎসা চালাচ্ছি। কিন্তু আমাদের আর্থিক অবস্থা না ভালো থাকায় খুব চিন্তার মধ্য দিয়ে যাচ্ছি।

তিনি বলেন, ওর শরীর অনেক দুর্বল। উঠে বসতে পারে না। অবস্থা সংকটাপন্ন। এজন্য  শমরিতার আইসিইউতে ভর্তি করা হয়েছে। এখানে অনেক টাকা লাগবে। কয়েকজন শিল্পী আমাকে সাহায্য করেছেন। জানি না সামনে যে টাকা লাগবে কোথায় পাবো।

সূত্র : কালের কণ্ঠ

Exit mobile version