Site icon Mati News

করোনাভাইরাসে বেশি আক্রান্ত হচ্ছেন ধূমপায়ীরা

করোনা ভাইরাস করোনা ভাইরাসে মারা করোনাভাইরাসের জীবন রহস্য

ধূমপান ছাড়া চলে না একটা দিনও? জানেন কি এর কারণে থাবা বসাতে পারে মারনরোগ করোনাভাইরাস । প্রাণঘাতী করোনাভাইরাসে হাঁপিয়ে উঠছে বিশ্ব। করোনাভাইরাসের ওষুধ আবিস্কার নিয়ে আলোচনাও তুঙ্গে। এই অবস্থায় চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন চিকৎসকরা। শুধু ক্যান্সার নয়, ধূমপানে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া বা মৃত্যুরও ঝুঁকি বাড়ে।

এরই মধ্যে বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১২ হাজার ৮৩৬ জন। তথ্য বলছে, বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে, বিশেষ করে এই ভাইরাসে প্রাণ গিয়েছে যাঁদের, তাঁরা বেশির ভাগই পুরুষ।  মৃতদের বেশিরভাগও পুরুষ। ‘চাইনিজ সেন্টার্স অব ডিজিজ কন্ট্রোল’-এর পরিসংখ্যান বিশ্লেষণ করে এই তথ্যই দিয়েছে বিবিসি। এক্ষেত্রে ৪৪ হাজার রোগীর তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এই তথ্যে দেখা গিয়েছে, এই ভাইরাসে আক্রান্তদের মধ্যে যারা মারা যাচ্ছেন তাঁদের ২.৮ শতাংশ পুরুষ, মহিলা ১.৭ শতাংশ আর শিশু ০.২ শতাংশ। এছাড়া ১৫ শতাংশ মৃতদের মধ্যে রয়েছেন বয়স্ক মানুষরা।

Exit mobile version