Site icon Mati News

টিকটিক , মাছি, পিঁপড়া ও উইপোকা তাড়াতে নিয়মগুলো মানতে পারেন

টিকটিক , মাছি, পিঁপড়া ও উইপোকা তাড়াতে নিয়মগুলো মানতে পারেন

১। টিকটিকি তাড়াবার সহজ উপায় পাঁচখানা ডিমের খোসা একটি বাটিতে করে, যে ঘরে টিকটিকি আছে সে ঘরে রাখলে টিকটিকির উপদ্রব অনেক কমে যাবে। ময়ূরের পাখনা চার-পাঁচটি অংশ একটি সুতলিতে টাঙিয়ে রাখলেও উপদ্রব কমবে।

টিকটিক, তাড়ান খুব সহজে

২। বাড়িতে গ্যাস শেষ হয়ে গেলে আবার ব্যবহারের পদ্ধতি, বিজ্ঞানীদের ধারণা ওই গ্যাস সিলিণ্ডারের তলার অংশে এক থেকে দেড় লিটার গ্যাস থাকে এবং ওই গ্যাস গরম পানি বা গরম ভাতের ফ্যানার ওপর রাখলে আরও অনেকবার ব্যবহার করা যায়।

৩। মাছি ও পিঁপড়া তাড়াবার সহজ উপায় হচ্ছে চায়ের চামচের চার চামচ লবণ এক লিটার পানিতে গুলে ঘরের মেঝে ভালো করে মুছলে মাছি ও পিঁপড়ের উপদ্রব অনেক কমে যাবে।

৪। গাঁয়ের ঘামাচি তাড়াতে পাঁচ গ্রাম ফিটকিরি এবং একমুঠো নিমপাতা দিয়ে দুটোকে এক সঙ্গে বেটে গোসলের এক ঘন্টা আগে গাঁয়ে মেখে শুকিয়ে ফেলে গোসল করলে অনেকটা ঘামাচির হাত থেকে রেহাই পাওয়া যায়।

৫। উইপোকা তাড়াতে ৫০ গ্রাম কাপড় কাঁচা সোডা, ১০ গ্রাম খাবার চুন পাতলা করে গুলে স্প্রে করলে উইপোকার উপদ্রব কমে যাবে।

৬। আরশোলা তাড়াতে ৫০ গ্রাম ব্লিচিং পাউডার ও ৫০ গ্রাম কাপড় কাঁচা জেট পানিতে গুলে স্প্রে করলে আরশোলার উপদ্রব কমে যাবে।

 

Exit mobile version