টিপেই আমি টিপটপ

সাজগোজে কত কী আছে। কিন্তু শত প্রসাধনীর মাঝেও যার একটু ছোঁয়াতেই আমাদের মনে পড়ে যায় নিজেদের সংস্কৃতির কথা, সেই অসামান্য অনুষঙ্গের নাম টিপ।

অনেক আগে চল ছিল লিপস্টিক দিয়ে দেওয়ার। কাঠির সাথে একটু লিপস্টিক লাগিয়ে নিয়ে কপাল সাজাত সেকালের তরুণীরা। তারপর কুমকুম দিয়েও এ কাজ হতো। অনেক সময় কাজল বা আইলাইনার দিয়েও হাতের কারসাজীতে খুব কৌশলে দেওয়া হত টিপ। কাপড়ের টিপ, সিঁদুরের আরও নানা উপায়ে টিপ দেওয়ার রীতি প্রচলিত হতে থাকে যুগের সাথে সাথে।
টিপের প্রচলনটা বাঙ্গালী আর ভারতীয় নারীদের মধ্যেই প্রবল বলতে গেলে। বাঙ্গালীয়ানা সাজে পূর্ণতা আনে এটি। “টিপ বেশি বিক্রি অয় ফাল্গুনে আর পয়লা বৈশাখে। এত এত লাল টিপ কেনে আপারা”- বললেন নিউ মার্কেট এর একজন বিক্রেতা। প্রায় উনিশ বছর ধরে তিনি টিপের ব্যবসা করছেন।
ভিন্ন ভিন্ন উপলক্ষে ভিন্ন ভিন্ন টিপের ডিজাইন দেখা যায়। ভিন্ন পোশাকের সাথেও টিপের ভিন্ন ব্যবহার দেখা যায়। তবে শাড়ির সঙ্গেই এটি মানায় বেশি।

 

 

হালকা সাজের সাথে এমনকি কোনরকম সাজ ছাড়াই শুধু একটা টিপ পরে নিলেও, শাড়ির সাজ স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠতে পারে। শাড়ির সাথে ছোট বড় যেকোন আকৃতির মানিয়ে যাবে। স্টোন এর টিপও পরা যেতে পারে। আলপনা করা টিপও শাড়ির সঙ্গে পরা যায় ম্যাচ করে। এ ধরনের টিপ পাবেন অনলাইন শপ সারানায়

 

 

 


প্রতিদিনকার সাজে ছোট লাল বা কালো টিপ পড়া যায়। চাইলে পোষাকের সাথে রঙ মিলিয়েও টিপ পড়তে পারেন।
জিন্স-ফতুয়া, পাশ্চাত্য ধাঁচের পোষাকের সাথে মানায় বড় ধরনের টিপ। লম্বাটে , ত্রিকোণ, চারকোণা আকৃতিরও পরা যাবে। আবার বিবি প্রোডাকশনসের রিকশাচিত্রের টিপও দারুণভাবে বৈচিত্র্য আনবে সাজে।
কোন জমকালো সাজে টিপের সাজটাকেও প্রাধান্য দিতে হবে। খুব ভারী সাজের সাথে কারুকার্য করা বড় স্টোনের টিপ পরা যায়।

কোথায় পাব টিপ

টিপ হাতের কাছে যেকোন বড় সুপার শপেই পাবেন। তবে রাজধানীর নিউ মার্কেট, গাউসিয়াতে কাপড়ের, স্টোনের ও দোতালার বড় দোকানগুলোতে কারুকার্য করা বউ-সাজের টিপগুলো পাওয়া যাবে।


সাধারণ লাল- কালো এক পাতা টিপের দাম পড়বে ২০-৩০ টাকা। কালারফুল গুলো একটু বেশি। স্টোনের এক পাতা ২৫ টাকা। বউ সাজের টিপের দামে ভিন্নতা রয়েছে। সিঙ্গেল গুলোর দাম পড়বে ৬০-৮০ টাকা আবার কিছু কমন ডিজাইন ৫০-৬০ টাকাতেও পাওয়া যাবে।

 

 

 

 

 

 

 

কিছু দোকান ঘুরলে পাওয়া যাবে বড় গোল টিপ, যাতে কাঁচ অথবা স্টোনের নকশা করা আছে। দাম পড়বে ৫০-৬০ টাকা। আজকাল অনলাইনেও নানা ডিজাইনের টিপ পাওয়া যাচ্ছে। সাধারণ বড় গোল টিপে হাতে আঁকা বিভিন্ন ডিজাইনে নতুন টিপ বাজারে এনেছে অনলাইন শপ গীতিকা। এক পাতায় চারটি করে থাকে, দাম পড়বে ১০০ টাকা।

 

মডেল: পৃথ্বী।

ফ্যাশন