Site icon Mati News

‘ দহন ’ ছবির বিতর্কিত সেই গানের কথার পরিবর্তন

দহন

সিয়াম ও পূজা অভিনীত আলোচিত চলচ্চিত্র ‘ দহন ’র ‘হাজির বিরিয়ানি’ নামে গানটি নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছে।
আপত্তিকর শব্দের ব্যবহারের কারণে দেশের শিল্পী সমাজও গানটির বিরুদ্ধে অবস্থান নেয়। এদিকে গানের বিরুদ্ধে নোটিশ পাঠায় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড।
৪ নভেম্বর সেন্সর বোর্ডের পক্ষে চিঠি ইস্যু করে সেন্সর বোর্ডের সচিব মোহাম্মদ আলী সরকার জাজের কাছে চিঠি পাঠান। এরই প্রেক্ষিতে পরিবর্তন আসছে এই গানটির কথায়। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজের ইউটিউব চ্যানেল থেকে সরিয়ে নেওয়া হয়েছে বিতর্কিত গানটি।

গানটির কথা ছিল এমন- ‘মালে ঢাল পানি, গাঁজা দেরে টানি, চড়বে নেশা জমবে খেল থাকলে আমদানি, মাতাল হয়ে হিসু করব দেয়ালে, শালা যা হবে দেখা যাবে কাল সকালে’। মূলত ‘হিসু করবো দেয়ালে’ কথাটি নিয়ে বিতর্কের সূত্রপাত।

এখন ‘মাতাল হয়ে হিসু করবো দেয়ালে’ এর পরিবর্তে গাওয়া হবে ‘মাতাল হয়ে ঢলে পড়বো দেয়ালে’। কলকাতার প্রিয় চট্টোপাধ্যায় এর কথায় গানটির সুর, সঙ্গীতায়োজন ও কণ্ঠ দিয়েছেন আকাশ সেন।

রায়হান রাফী পরিচালিত ছবিটি মুক্তি পাবে ৩০ নভেম্বর। ছবিতে সিয়াম-পূজা ছাড়া আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, জাকিয়া বারী মম, রাজ রিপা, শিমুল খান, হারুন রশিদ, উজ্জ্বল কবির হিমু, জামশেদ শামীমসহ অনেকে।

Exit mobile version