Site icon Mati News

নাক ফোঁড়ানোর পর পেকে গেলে যা করতে হবে



নাক ফোঁড়ানোর পর পেকে গেলে যা করতে হবে

নাক অল্প বয়সেই  ফোঁড়ানো ভালো, পরে চামড়া পরিপক্ক হলে সহজে সুখায় না ।

নাক ফোঁড়ানোর পর পেকে পুঁজ হওয়া একটি সাধারন ও স্বাভাবিক সমস্যা, না হলেই বরং অস্বাভাবিক।  নাক ফোড়ানোর পর পেকে গেলে কি করা উচিত ? কিভাবে তাড়াতাড়ি ক্ষত শুকানো যায় ? আসুন জেনে নেই ।

→ নাক পেকে গেলে প্রথমে স্যাভলন দিয়ে নাকটি ভাল মত পরিস্কার করুন

→ মনে রাখবেন নাক ফোঁড়ানোর ৩ দিনের মধ্যে নাকে ঘাম বা পানি লাগান যাবে না ।

পড়ুন মেনোপজ নিয়ে নারীর ভ্রান্ত ধারণা




→ মসুর ডালের ভেতর যে ছোট ছোট কাঠি পাওয়া যায় তা ভালমত পরিস্কার করে নাকে দিয়ে রাখুন তা না হলে নতুন মাংস হয়ে তৈরি করা ছিদ্র বন্ধ হয়ে যেতে পারে।

→ অনেক সময় নাক ফোড়ঁ শিরার উপর পড়লে এমন হয়. সে ক্ষেত্রে আপনাকে এই ছিদ্র টা বন্ধ করে আবার নতুন করে নাক ফোরাতে হবে

→ শুকনো মরিচের ভেতর সরিষার তেল দিয়ে গরম করুন পরে ওই তেল টা লাগান , দুই দিনে শুকিয়ে যাবে যদি শিরায় নাক ফোড়ঁ না পরে

পড়ুন ঈর্ষা দূরীকরণের সহজ উপায়

→ অথবা সরিষার তেলে রসুন কোয়া ছেঁচে গরম করে সেই তেল নাকে লাগালে ক্ষত শুকানোর সম্ভাবনা বেশি

→ যদি বেশী সমস্যা হয় তবে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন

নাক ফোঁড়ানো একটু কষ্টকর হলেও যখন একটি ডায়মন্ডের অরনামেন্ট পরবেন তখন সব কষ্ট ভুলে যাবেন। নাক ফোঁড়ানোর

 

https://www.youtube.com/watch?v=r0t64gzuqtg


Exit mobile version