Site icon Mati News

৭টি অভ্যাস আপনার ব্রেইনকে ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে

৭টি অভ্যাস আপনার ব্রেইনকে ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে

 

সকালে নাস্তা করেন না? দেরিতে ঘুমাতে যান? প্রসাব আটকিয়ে রাখেন? তাহলে অনতিবিলম্বে এই অভ্যাগুলো ত্যাগ করুন। এসব অভ্যাস আপনাকে ব্রেইনকে মারাত্মক ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে। উল্লেখিত তিনটি অভ্যাস ছাড়াও আরো কিছু কারণে আপনার ব্রেইন ক্ষতিগ্রস্ত হচ্ছে। মেডিকেল অ্যাডভাইজার টোকেন টাইমের দেয়া তথ্যানুযায়ী, ৭টি অভ্যাস ব্রেণকে ক্ষতি করে। এগুলো হলো:

০১. সকালে নাস্তা না করা।

০২. দেরিতে ঘুমাতে যাওয়া।

০৩. অতিরিক্ত চিনি খাওয়া।

০৪. অধিকতর ঘুমানো। বিশেষ করে সকাল বেলা।

০৫. টিভি বা কম্পিউটার দেখার সময় খাওয়া-দাওয়া করা।

০৬. ক্যাপ/স্কার্ফ বা মোজা পড়ে ঘুমানো।

০৭. প্রসাব আটকিয়ে রাখা ইত্যাদি।

এসব অভ্যাস ত্যাগ না করলে ধীরে ধীরে আপনার মস্তিষ্কে ব্রেণের ক্ষতির হবে। তাই উল্লেখিত অভ্যাসগুলো আজই ত্যাগ করুন।

Exit mobile version