Site icon Mati News

৬ ঘণ্টায় ৪০ বার ভূমিকম্প!

ভূমিকম্প

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আলাস্কা। ভূমিকম্পের উত্সস্থল ভূগর্ভের ৪০.৯ কিলোমিটার গভীরে বলে জানা গেছে। এরইমধ্যে আলাস্কার সমস্ত উপকূলবর্তী এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

আলাস্কা ভূমিকম্প কেন্দ্র এবং ইউএস জিওলজিকাল সার্ভের রিপোর্ট অনুযায়ী, আলাস্কার অ্যাঙ্কারেজে এই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.০।

স্থানীয় সময় শুক্রবার বিকেল ৫টা ২৯ মিনিট (ভারতীয় সময় শুক্রবার রাত ১০টা ৫৯ মিনিট) প্রথম কম্পন অনুভূত হয়। এর পরবর্তী ৬ ঘণ্টায় অন্তত ৪০ বার কেঁপে ওঠে আলাস্কার মাটি।
এই অঞ্চলে ৪ লাখ মানুষ বসবাস করেন। তীব্র ভূমিকম্পে বিভিন্ন এলাকায় একাধিক ছোট ও মাঝারি মাপের বাড়ি এবং উড়ালপুলের ভেঙে পড়ে।

বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা। তবে এখনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

Exit mobile version