Site icon Mati News

বাংলাদেশে হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সতর্কতা

বাংলাদেশজুড়ে সতর্কতা অবলম্বনের জন্য যুক্তরাষ্ট্র তার নাগরিকদের সতর্ক করেছে। গতকাল বৃহস্পতিবার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত ‘সিকিউরিটি অ্যালার্টে’ বলা হয়েছে, ‘গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলার পর প্রতিশোধের ঘোষণা আসায় আইএস, আল-কায়েদাসহ আন্তর্দেশীয় সন্ত্রাসী সংগঠনগুলোর বিদ্যমান ঝুঁকির ব্যাপারে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সজাগ থাকতে আমরা উৎসাহিত করছি।’

যুক্তরাষ্ট্র দূতাবাস দাবি করেছে, বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী, তাদের সহযোগী এবং তাদের দ্বারা অনুপ্রাণিত সংগঠনগুলো বাংলাদেশসহ বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রে ও পশ্চিমা নাগরিকদের ওপর হামলার পরিকল্পনা করছে। উগ্রবাদীরা যুক্তরাষ্ট্রের স্বার্থ আছে এমন লক্ষ্যগুলোতে গতানুগতিক বা গতানুগতিক নয় এমন অস্ত্র ব্যবহার করে হামলা চালাতে পারে।

যুক্তরাষ্ট্র দূতাবাস আরো দাবি করেছে, উগ্রবাদীরা অনলাইনে প্রপাগান্ডা চালাচ্ছে এবং পশ্চিমা শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসা ও বেসরকারি সংস্থাগুলোর মতো ‘কোমল’ লক্ষ্যগুলোতে হামলা চালানোর আহ্বান জানাচ্ছে।

 

সূত্র : কালের কণ্ঠ

Exit mobile version