Site icon Mati News

ঢাবি অধিভুক্ত ৭ কলেজের ভর্তি পরীক্ষা ৯, ১০ ও ১৬ নভেম্বর

ঢাবি অধিভুক্ত

ঢাবি অধিভুক্ত ৭ সরকারি কলেজের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা আজ থেকে শুরু হচ্ছে।
আজ (৯ নভেম্বর ২০১৮, বৃহস্পতিবার) বিকাল ৩টায় বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ১০ নভেম্বর (শনিবার) এবং
বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৬ নভেম্বর (শুক্রবার) ।

ঢাকার ১২টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো: সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ড. শহীদুল্লাহ কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজ এবং লালবাগ সরকারি মডেল স্কুল ও কলেজ।

এবারের ভর্তি পরীক্ষায় বিজ্ঞান ইউনিটে ৬,৫০০ আসনের বিপরীতে আবেদন করেছে ৩১,৮০৪ জন। বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত তথ্য পাওয়া যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত কলেজ-সংশ্লিষ্ট ওয়েবসাইটে : www.7college.du.ac.bd

Exit mobile version