দু’আতে আমরা যে সব ভুল করে থাকি। দোয়া করার সঠিক নিয়ম জেনে নিন। দোয়া যেভাবে করলে ভুল হবে।
১। শির্ক জাতীয় দু’আ করা।
২। শরীয়ত যা হবে বলে, তা না হতে দু’আ করা; যেমন বলা যে, ‘আল্লাহ্! তুমি কিয়ামত কায়েম করো না, কাফেরকে আযাব দিয়ো না’।
৩। শরীয়ত যা হবে না বলে, তা হতে দু’আ করা; যেমন বলা যে, ‘আল্লাহ্! তুমি কাফেরকে বেহেশত দান কর, আমাকে দুনিয়ায় চিরস্থায়ী কর, আমাকে গায়েবী ইল্ম দাও ইত্যাদি।
৪। জ্ঞান ও বিবেকে যা হওয়া সম্ভব, তা না হতে দু’আ করা।
৫। জ্ঞান ও বিবেকে যা হওয়া অসম্ভব তা হওয়ার জন্য প্রার্থনা করা।
৬। শরীয়তে যা হবে না বলে শুনা যায়, পুনরায় তা না হতে প্রার্থনা করা।
৭। শরীয়তে যা হবে বলে শুনা যায়, পুনরায় তা হতে দু’আ করা।
৮। প্রার্থিত বিষয়কে আল্লাহ্র ইচ্ছায় দেওয়া; যেমন, ‘হে ‘আল্লাহ্! তুমি যদি চাও তাহলে আমাকে ক্ষমা কর’ ইত্যাদি।
৯। অন্যায়ভাবে কারো উপর বদ্দুআ করা।
১০। কোনও হারাম বিষয় প্রার্থনা করা; যেমন, ‘আমি যেন ব্যভিচার করতে বা চুরি করতে পারি বা তাতে ধরা না পড়ি’।
১১। প্রয়োজনের অধিক উচ্চঃস্বরে দু’আ করা।
১২। অবিনীতভাবে আল্লাহ্র অনুগ্রহের মুখাপেক্ষী না হয়ে দু’আ করা।
১৩। আল্লাহ্র সঠিক নাম ও গুণ ব্যতিরেকে অন্য নাম ধরে ও গুণ বর্ণনা করে প্রার্থনা।
১৪। যা বান্দার জন্য উপযুক্ত নয় তা চাওয়া; যেমন, নবী বা ফেরেশতা হতে চাওয়া।
১৫। অপ্রয়োজনীয় লম্বা দু’আ করা। (একই দু’আ দু-তিন ভাষায় বলা)।
১৬। কষ্ট- কল্পনার সাথে ছন্দ বানিয়ে দু’আ করা।
১৭। ইচ্ছাকৃত উচ্চ শব্দে দু’আ করা।
১৮। গানের মত লম্বা সূর-ললিত কণ্ঠে দু’আ করা।