Site icon Mati News

মিডিয়ায় কাজ করব : ঐশী

ঐশী

‘এ ধরনের প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে যেতে একজন প্রতিযোগীর ভেতরে ও বাইরে উভয় দিকেই স্বাভাবিক সৌন্দর্য থাকতে হয়। তাঁকে সমাজ সচেতন হতে হয়। শুধু প্রতিষ্ঠানের মাধ্যমেই নয়, ব্যক্তিগতভাবে এ ধরনের সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকতে হয়। এ ছাড়া তাঁর আচরণ, ব্যবহার ভালো এবং নিজের সৌন্দর্যও থাকতে হবে।’ চীনে অনুষ্ঠিত মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিজ্ঞতা এভাবেই তুলে ধরলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল ফেরদৌস ঐশী।

৮ ডিসেম্বর চীনের সানাইয়া শহরে অনুষ্ঠিত মিস ওয়ার্ল্ডের গ্র্যান্ড ফিনালে অংশ নেন ঐশী। ১০ ডিসেম্বর দেশে ফেরেন। গতকাল শনিবার বিএফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে প্রতিযোগিতায় অংশ নেওয়ার অভিজ্ঞতা জানান এক সংবাদ সম্মেলনে। এটি আয়োজন করে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার আয়োজক অন্তর শোবিজ।

অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঐশী বলেন, ‘এবার স্নাতকে ভর্তি হব। পাশাপাশি ভালো ও গুণগত মানের কাজ পেলে মিডিয়ায় কাজ করব। তা সিনেমা বা নাটক যেকোনো কিছু হতে পারে। সবার আগে গুরুত্ব থাকবে লেখাপড়ায়।’

Exit mobile version