Site icon Mati News

ইউটিউব থেকে সুপার হিরো উধাও, শাকিব বললেন ষড়যন্ত্র


শাকিব খান অভিনীত ‘সুপার হিরো’ ছবিটির বিরুদ্ধে নিপা এন্টারপ্রাইজের অভিযোগ, সেন্সর জটিলতা এবং ইউটিউব থেকে টিজার উধাও—কত না বাধা পার হতে হয়েছে প্রযোজকের। সবশেষে ঈদে মুক্তি পেয়েছে ছবিটি। এর মধ্যে ব্যবসায়িক সফলতা ও দর্শকপ্রিয়তা অর্জন করেছে। কিন্তু হঠাৎ ঘটে গেল আরেক অঘটন। ১৭ জুন দিবাগত রাত থেকে ছবির সুপারহিট গান ‘বুম বুম’ ইউটিউব থেকে উধাও! মাত্র এক সপ্তাহে গানটির ভিউয়ার্স ছিল ২৫ লাখ। শাকিব নিজেও গানটি নিয়ে দারুণ আশাবাদী ছিলেন। অথচ সেই গানই কি না নেই ইউটিউবে!

মুখ খুললেন শাকিব, ‘আমাকে নিয়ে জোর ষড়যন্ত্র চলছে। যখন চক্রান্তকারীরা জেনে গেল গানটি শ্রোতাদের মন কেড়েছে, তখনই ইউটিউব কর্তৃপক্ষকে ভিত্তিহীন অভিযোগ করে গানটি ব্লক করে দিল। এর আগে টিজার সবাই পছন্দ করার পর সেটিও ব্লক করে তারা। এভাবে কত দিন চলবে? আমি এমন নোংরামির বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি।’

এদিকে গানটির সংগীত পরিচালক নাভেদ পারভেজ বলেন, ‘আমি প্রযোজকের সঙ্গে কথা বলেছি। তিনি লিগ্যাল অ্যাকশনে যাবেন। শুধু তাই নয়, গানটি প্রকাশ করেছিল লাইভ টেকনোলজি। তারাও খতিয়ে দেখছে কারা ইউটিউবে গানটির বিরুদ্ধে অভিযোগ করেছে। আশা করছি, দু-এক দিনের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে যাবে। দোষীরাও শাস্তি পাবে।’

‘বুম বুম’ গানটি গেয়েছেন প্রতীক হাসান ও শওরিন। ‘সুপার হিরো’ প্রযোজনা করেছে হার্টবিট প্রডাকশন।

Exit mobile version