Site icon Mati News

কানের পর্দা ফেটে গেলে বা কান পাকলে কী করবেন?

কানে পানি জমা, বড় অসুখের প্রভাব, কিংবা যেকোনো দুর্ঘটনায় কান পাকতে পারে অর্থাৎ কানে ইনফেকশন হতে পারে বা কানের পর্দা ফেটে যেতে পারে। সাধারণত কানে ইনফেকশনের প্রবণতা বাচ্চাদের মধ্যেই বেশি দেয়া যায়। দুগ্ধ পানের সময় বা গোসলের সময় অসাবধানতায় কানে পানি ঢুকে কিংবা দীর্ঘদিন ঠান্ডা লেগে অসুখে ভুগলে কানে ইনফেকশন হতে পারে। বড়দের ক্ষেত্রে কানের সমস্যা খুব একটা দেখা যায় না।

 

প্রতিটি কানের মাঝখানে থেকে গলার পিছন পর্যন্ত একটি ইউস্টাসিয়ান টিউব থাকে। সাধারণত, এই টিউব মধ্যকর্ণে তৈরি তরল নিষ্কাশন করে। এই টিউব কোনোকারনে ব্লক হয়ে গেলে তরল জমা হতে থাকে এবং এর ফলে কানে ইনফেকশন হতে পারে। সাধারণত যেসব কারনে ইউস্টাসিয়ান টিউব ব্লক হতে পারে তা হল –

 

কানের ইনফেকশন কানের পর্দা ফেটে যাওয়ার একটি বড় কারন। কানের সংক্রমণের সময়, কানের পর্দার পিছনে তরল জমা হয়। এই তরলের চাপের কারণে টাইমপ্যানিক ঝিল্লি বা কানের পর্দা  ভেঙে যেতে পারে বা ফেটে যেতে পারে। এছাড়াও কানে বায়ুচাপের তারতম্যের কারনে কানের পর্দা ফেটে যেতে পারে। এ অবস্থাকে ব্যারোট্রমা বলা হয়। সাধারণত স্কুবা ডাইভিং, বিমানে চড়া, উচ্চ উচ্চতায় গাড়ি চালানো, উচ্চ শব্দ তরঙ্গ এসবের কারনে ব্যারোট্রমা ঘটতে পারে। এছাড়াও বড় কোনো দুর্ঘটনা, কানে সূচালো কিছুর আঘাত লাগলেও কানের পর্দা ফেটে যেতে পারে।

 

কান পাকলে বা কানের পর্দা ফেটে যেসব লক্ষণে বুঝবেন –

 

 

কান পাকলে বা কানের পর্দা ফেটে গেলে করনীয়-

 

এ সব উপায়ে ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক ঠেকানো সম্ভব

ডায়াবেটিস বিশেষজ্ঞ : ডাক্তারদের চেম্বার ঠিকানা ও ফোন নম্বর

Exit mobile version