Friday, September 20

চুলে ফুলের ছোঁয়া

এখন ঢাকার অনেক রাস্তার ট্রাফিক সিগন্যালে দাঁড়ালে দোলনচাঁপা আর বেলির গন্ধে জুড়িয়ে যাবে মন। রিমঝিম বৃষ্টি না এলেও নগরের রাস্তায় বিক্রি হওয়া এই ফুলগুলোই ছড়িয়ে দেয় বর্ষার বার্তা।
বর্ষার পরিচিত ফুলের মধ্যে চুলের সাজে বেলি বেশ জনপ্রিয়। তবে অন্য ফুলও কম যায় না। চুলে ঠিকমতো গুঁজতে পারলেই হলো। চুলের সাজে তেমনি কয়েকটি ফুলের ব্যবহার দেখালেন মিউনিস ব্রাইডালের রূপ বিশেষজ্ঞ তানজিমা শারমীন।

 বেলিতে ভিন্ন সাজ
বেলি ফুল তো সব সময় খোঁপায় গুঁজে না হয় বেণিতে জড়িয়ে পরতে দেখা যায়। তবে বেলি দিয়েই চুল সাজানোর ভিন্নতা আনতে পারেন এভাবে। চুল এক পাশে টেনে ফ্রেঞ্চ বেণি বাঁধুন। এবার বেণির মাঝে একটু পর পর বসিয়ে দিন একটি করে বেলি ফুল।

 উঁচু খোঁপায় ফুলের কলি
পেছনের চুলগুলোকে উঁচু করে খোঁপা করে নিন। একটা চিকন বেণি করে পুরো খোঁপাটা ঘিরে দিন। এবার চুলের একদিকে দোলনচাঁপা আর সামনে দিকে কয়েকটি কলি বসিয়ে সাজিয়ে তুলুন খোঁপাকে।

 খোঁপায় বেলি
টেনে বাঁধা চুলের খোঁপায় জড়ানো বেলি ফুলের আবেদনটাই আলাদা। এর কোনো বিকল্প আর কি হতে পারে। সাধারণ সাজেই টেনে বাঁধা খোঁপায় জড়ানো বেলিতে হয়ে উঠতে পারেন অনন্য।

 চুলে বাঁধা রঙ্গন
চুলটা ছেড়ে রাখুন। এবার বাঁ দিক থেকে একগাছি চুল (ছবির মতো) বাকি চুলের ভেতর দিয়ে পেঁচিয়ে ডান দিকে আনুন। পেঁচিয়ে আনা চুলে বসিয়ে দিন একটা একটা করে রঙ্গন ফুল। দুই পাশে রঙিন লাল ফিতায় বাঁধা চিকন বেণি চুলের সাজে আনবে পূর্ণতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!

error: Content is protected !!
Exit mobile version