Site icon Mati News

এই দিনে আমার চেয়ে মায়ের রান্নাই বেশি ভালো লাগবে : পূজা চেরি

সবে এসএসসি দিয়েছে। এর মধ্যেই জুটেছে নায়িকা খেতাব। ২০১২ সালে ভালোবাসার রঙ ছবিতে শুরু করেছে পূজা চেরি  । শতাধিক বিজ্ঞাপন করে ফেলেছে এরই মধ্যে। পোড়ামন-২, প্রেম-২, দহন ছবিতেও মুখ্য চরিত্রে সে। বৈশাখী পরিকল্পনাসহ আরো অনেক কিছু নিয়ে তার সঙ্গে কথা বলেছেন গোলাম মোর্শেদ সীমান্ত

বৈশাখের দিন কী করবে? উপহার নিয়ে প্ল্যান?

পূজা চেরি : সেদিন আমি চিরায়ত বাঙালি সাজটা সাজতে চাই। মা-বাবার সঙ্গে মেলায় ঘুরতে যাব। আর সে রকম ভাবে কাউকে উপহার দেওয়া হয় না। নেওয়াও হয় না। বান্ধবীদের বাড়ি বেড়াতে যাওয়া হয়। সুযোগ পেলে পান্তা-ইলিশও খাওয়া হয়।

 

বৈশাখে নিজের হাতে কিছু রান্না করবে না?

পূজা চেরি : আমি রান্না করতে পছন্দ করি। কিন্তু এই দিনে আমার চেয়ে মায়ের রান্নাই বেশি ভালো লাগবে।

এই দিন ঝমঝমিয়ে বৃষ্টি হলে কী করবে?

পূজা : কিছুক্ষণ গুনগুন করে গাইব, লেবুর পাতা করমচা, যা বৃষ্টি ঝরে যা। এর পরও না থামলে বাসায় বসেই বৈশাখী আনন্দে হৈ-হুল্লোড় শুরু করব। আর বৃষ্টিও তো কম উপভোগ্য নয়।

 

দলছুট : পহেলা বৈশাখে আমাকেসহ আর কাকে কাকে দাওয়াত দেওয়ার কথা ভাবছ?

পূজা : শুধু আপনাকে না, সবাইকে দাওয়াত দেওয়ার কথা ভাবছি। অবশ্য যদি বাসায় জায়গা না হয় তবে খোলা মাঠেই হবে আড্ডা।

২০১৯ সাল কেমন যাচ্ছে? কী নিয়ে ব্যস্ত?

পূজা চেরি : খুব ভালো। মাত্র পরীক্ষা দিলাম। তবে নতুন কী করছি, এখনই বলব না। চমক থাকুক।

 

বিজ্ঞাপনে পূজাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন?

পূজা : আপাতত বড় পর্দায় ব্যস্ত। ভালো কাজ পেলে অবশ্যই করব। যেহেতু দর্শক আমার কাছ থেকে ভালো কিছু দেখেছে। পরে যেনতেন কিছু আশা করবে না।

 

ধরো জাদুর কলম পেলে। যা লিখবে তা-ই হবে। কী লিখবে?

পূজা : আমার মা-বাবা যেন সব সময়ই ভালো থাকে। আজীবন বেঁচে থাকে। আর আমাদের দেশ যেন অন্য কোনো দেশের চেয়ে কোনো অংশে কম না থাকে।

 

নিজের অভিনয়কে ১০-এ কত দেবে?

পূজা : ওমা! এটা আমি কেন দেব! এটা দেবে দর্শকরা। নিজেকে নম্বর দেওয়ার অধিকার আমার নেই।

 

প্রিয় অভিনেতা, পরিচালক?

পূজা : অনেকেরই ভালো লাগে। সুচিত্রা সেন খুব প্রিয়। আর সালমান শাহর ছবি তো এখনো দেখি। এর বাইরে যাদের সঙ্গে কাজ করেছি সবাইকে ভালো লেগেছে।

 

সবচেয়ে বড় গুজব কোনটা?

পূজা : সিয়ামের বিয়ে হওয়ার কারণে আমি নাকি ভেঙে পড়েছিলাম! হা হা হা…

 

ফেসবুক পেজ হ্যাক হয়ে গেল, কী করবে?

পূজা : শান্ত থেকে পেজটাকে ফিরিয়ে আনার চেষ্টা করব। হ্যাক হওয়া পেজ তো আর ছুড়ে দেওয়া তীর না যে ফিরিয়ে আনা যাবে না।

 

বদ-অভ্যাস?

পূজা চেরি : সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকা।

 

বড় হয়ে কী হতে চাও?

পূজা : যেহেতু ছোট থেকেই ভালো অভিনেতা হওয়ার পোকা মাথায় ঢুকেছে, তাই আর কিছু ভাবছি না। তবে আমার ইচ্ছা, অসহায় ও প্রতিবন্ধীদের পাশে দাঁড়াব। এটা আমি করেই ছাড়ব।

Exit mobile version