Site icon Mati News

ভুল বিশ্বাস : জায়নামাজে দাঁড়িয়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া

কোন কোন মানুষকে দেখা যায়,  নামাজের জন্য যখন জায়নামাজে বা কাতারে দাঁড়ায় তখন তারা প্রথমে  আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে।  তারপর নিয়ত  করে তাকবীরে তাহরীমা বলে।  এই আমল টা ভুল।  নামাজ শুরু হয় তাকবীরে তাহরীমা দ্বারা এবং শেষ হয় সালামের মাধ্যমে।  তাকবিরে তাহরিমার আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বা অন্য কিছু পড়া শরয়ী দলীল দ্বারা প্রমাণিত নয়।   আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার সময় হলো তাকবীরে তাহরীমা   ও  সানার পর।  যা মূলত সুরা ফাতেহা শুরু করার জন্য পড়া হয়।

সূত্র: প্রচলিত ভুল, মাওলানা মুহাম্মদ আবদুল মালেক

Exit mobile version