Site icon Mati News

শীতের ছড়া : আহমেদ সাব্বির

বক পাখি আঁকা শীতের ছড়া

পৌষের মৌসুম কনকনে শীত
পাতাঝরা বনে শীত পাখিদের গীত।
বাঁশপাতা সোনরোদ কুয়াশার সর
হিম হিম হাওয়া বয় সারাদিন ভর।

শীত এলে সূর্যের ভাঙে না যে ঘুম
সবুজ সবজি ক্ষেতে শিশিরের চুম।
নতুন ধানের ঘ্রাণ, রকমারি পিঠা
খেজুরের রস খোঁজে কাঠবিড়লিটা।

শীত মানে পিকনিক মামাবাড়ি গিয়ে
হৈ চৈ আড্ডা লেপ মুড়ি দিয়ে।
শীত এলে খসখসে টান টান ত্বক
সামান্য ঠান্ডায় কাশি খক্ খক্।

শীত এলে ক্রিকেট আর ব্যাডমিন্টন
পরীক্ষা শেষ তাই নাই টেনশন।

Exit mobile version