Site icon Mati News

ইয়েস কার্ড : একটি বর্ণবাদবিরোধী ছড়া-কবিতা

ছড়া কবিতা

ইয়েস কার্ড

রূপের তরে উঠিতে জ্বলিয়া

ঘসিয়াছো তুমি লাকসো

অন্তরে ঘৃণা রাখিয়াছো কিনা

খুলে দেখো মনো বাকশো।

 

হইতে সাদা ঘসিয়াছো সদা 

ফেয়ার অ্যান্ড আরও কত কী

ভাবিয়াছো ক্লেশে?

কালো যারা তারা

অন্যসবার মতো কী?

 

যাও যাও! ঐ সাবান আর টিভি

ইয়েস কার্ড নিয়া মরিতেছে কাঁদি

মুখে যাই বলি, ভেতরে ভেতরে

এখনও বর্ণবাদী?

Exit mobile version