Site icon Mati News

দুটি কৌতুক

কৌতুক

মাঠে একদিন

তিন বালক কলাবাগান মাঠে বসে গুজগুজ করছে। দুজন স্কুলড্রেস পরা, বইয়ের বস্তা নিয়ে। অন্যজন হাফপ্যান্ট আর গেঞ্জি। জিজ্ঞেস করলাম, এখানে কী?

একজন বলল, স্কুল থেকে পালাইছি। মিথ্যা কথা বলতে পারি না।

বললাম, অন্যজন।

সে বলল, ও-ও পলাইছে। যেটা সত্য সেটা বললে তো সমস্যা নেই।

হাফপ্যান্টেরে জিগাইলাম, তোমার কী অবস্থা।

সে দাঁত বের করে বলল, আমি অগোমতো না। আমি স্কুলেই যাই নাই।

 

 

ই-মেইল আইডি

একটা ব্যাংকের কল সেন্টারে কল করে কিছুক্ষণ আজাইরা প্যাঁচাল শোনার পর কয়েক মিনিট ধৈর্য ধরে অপেক্ষা করতে থাকলাম। অবশেষে আমার কল একজন প্রতিনিধির কাছে ট্রান্সফার করা হলো। সমস্যাটা ছিল ক্রেডিট কার্ডের স্টেটমেন্ট ই-মেইলে আসে না। বেশ কিছু ইনফরমেশন শেয়ার করার পর যেটা বুঝতে পারলাম, আমার ই-মেইলের একটা অক্ষর তাদের ডাটা বেইসে ভুল অ্যান্ট্রি দেওয়া আছে। কিন্তু আমার স্পষ্ট মনে আছে, আমি সঠিকটাই দিয়েছিলাম। তারপর তিনি আমাকে নিকটস্থ ব্রাঞ্চে গিয়ে কী করতে হবে না হবে, তা সবিস্তারে ব্যাখ্যা করলেন। প্রায় ১০ মিনিটের কল শেষ করে একটা দীর্ঘশ্বাস নিয়ে কম্পিউটারে বসলাম। তারপর সেই ভুল নামে একটা ই-মেইল আইডি খুলে ফেললাম। এখন এই ভুল অ্যাড্রেসেই প্রতি মাসে আমি আমার স্টেটমেন্ট পাই।

Exit mobile version