Site icon Mati News

অতি বিরল ‘জীবন্ত জীবাশ্ম’কে ঘিরে বিজ্ঞানীদের আশা (ভিডিও)

এক বিলুপ্তপ্রায় উভচর সরীসৃপ সালামান্ডার। সম্প্রতি চীনের এক অতি বিরল প্রজাতির জায়ান্ট সালামান্ডার ব্রিটেনে জব্দ হয়েছে। এটা পাচার হয়ে এসেছিল ব্রিটেনে। বর্তমানে ওটা জেডএসএল লন্ডন চিড়িয়াখানাকে নতুন আবাস হিসেবে পেয়েছে। বিজ্ঞানীরা একে পেয়ে নতুন আশার আলো দেখছেন। এটার বংশবিস্তারের কোনো পরিবেশ তৈরি করবেন তারা।

একটা সময় গোটা চীনে বেশ দেখা যেত এই উভচর প্রাণীকে। এরা বৃহদাকার উভচর প্রাণী হিসেবে পরিচিত। এরা আকারে ১.৮ মিটার পর্যন্ত হয়ে থাকে। এরা প্রায় ১৭০ মিলিয়ন বছর ধরে টিকে রয়েছে। তখন থেকে এদের আকার-আকৃতির প্রায় একই আছে।

অ্যাম্ফিবিয়ান সার্ভাইভাল অ্যালায়েন্সের গবেষক ড. হেলেন মেরেডিথ বলেন, সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, সালামান্ডারের অস্তিত্ব আর নেই বললেই চলে। হয়তো এই একটিই টিকে রয়েছে। পাশাপাশি বিরল প্রজাতির হওয়ার কালোবাজারিদের কাছে এটি বহুমূল্যের প্রাণী। কাজেই পাচারের কারণেও এদের সংখ্যা দ্রুত হারে কমে গেছে।

যে সালামান্ডারটিকে পাওয়া গেছে এর যত্ন নিতে হবে। এর বংশবিস্তার ঘটানোর মাধ্যমে বিলুপ্তপ্রায় এক প্রাণীকে আবার ফিরিয়ে আনার প্রচেষ্টা চালানো হবে। তার আগ পর্যন্ত এটা ‘জীবন্ত জীবাশ্ম’ হিসেবে টিকে রয়েছে।

দেখুন ভিডিওতে-

দেখুন ভিডিওতে-

Exit mobile version