Site icon Mati News

টিনএজার টিপস : ত্বকের যত্নে হলুদ

প্রাচীনকালের রূপটানের মধ্যে অন্যতম কাঁচা হলুদ। তাই হলুদের রূপটানের কী কী গুণাগুণ রয়েছে, তা দেখে নাও এক ঝলকে

পুরোনো দিনের রূপটানের কোনও তুলনা হয় না কি! সেই প্রাচীনকালের রূপটানের মধ্যে অন্যতম কাঁচা হলুদ। সেই কাঁচা হলুদ বাটা তোমার ত্বককে করে তুলতে পারে সুন্দর ও রমণীয়। তাই হলুদের রূপটানের কী কী গুণাগুণ রয়েছে, তা দেখে নাও এক ঝলকে—

  • হলুদ ব্রণ দূর করতে সহায়ক।

 

  • হলুদে শুষ্ক ত্বক হয়ে ওঠে আর্দ্র। আবার ত্বকের অতিরিক্ত তৈলাক্ত রোমকূপের প্রবণতাও কাঁচা হলুদ দূর করতে পারে।

 

  • চোখের নীচের কালো দাগ ও বলিরেখা দূর করতে পারে হলুদ।

 

  • রোদে ট্যান হয়ে গেলে সেই ট্যান সহজেই চলে যাবে হলুদের গুণে।

 

  • অনেকের ত্বকে অবাঞ্ছিত রোমকূপ থাকলে, সেই রোমকূপও ক্রমে হ্রাস পায় নিয়মিত হলুদ ব্যবহার করলে।

 

  • ত্বকের স্ক্র্যাবিং ও ত্বক ফর্সা করতেও এর কোনও বিকল্প নেই।

 

  • অনেক চর্মরোগ দূর করতে পারে হলুদ।

 

  • প্রাচীনকালে পোড়া ও কাটা জায়গাতেও ব্যবহার করা হত হলুদ।

 

  • হলুদবাটা ও দুধ মিশিয়ে ব্যবহার করলে ত্বকে একটা ইন্সট্যান্ট গ্লো পাওয়া যায়।

 

  • ত্বকের যত্নে প্যাক হিসাবে ভাল মধু ও হলুদবাটা।
Exit mobile version