Site icon Mati News

পাকিস্তানের নাম নেয়ায় শিশুদের মুখ ধুতে বললেন জাফর ইকবাল

জাফর ইকবাল

ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) মুক্তির উৎসব নামে এক অনুষ্ঠানে শিশুরা পাকিস্তানের নাম উচ্চারণ করায় তাদের মুখ টুথপেস্ট দিয়ে ধুয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন লেখক ড. মুহাম্মদ জাফর ইকবাল ।

শিশু-কিশোরদের উদ্দেশে তিনি বলেন, ‘কোয়েশ্চেন নাম্বার ওয়ান, আমাদের দেশের নাম কী?’ ছোটদের উত্তর- ‘বাংলাদেশ’। জাফর ইকবালের মন্তব্য, ‘পাস, সবাই পাস করেছো। অলরাইট। এখন যদি আমি তোমাদের বলি যে একটা মানুষের নাম বল, যে মানুষটার জন্ম না হলে আমাদের বাংলাদেশ হতো না।’ উত্তর এল, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’
জাফর ইকবাল বলেন, ‘পাস, সবাই পাস। বঙ্গবন্ধুর যদি জন্ম না হতো, তাহলে আমাদের বাংলাদেশ হতো না। মনে রেখো, তিনি সবাইকে একত্র করেছিলেন, সবাইকে বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন।’
এরপর তিনি বলেন, ‘এবার বলো, আমাদের দেশ কোন দেশের বিরুদ্ধে যুদ্ধ করেছিল?’ ছোটরা উত্তর দিল, ‘পাকিস্তান।’
উত্তর শোনার পর জাফর ইকবাল বললেন, ‘আমি এই দেশটার নামও মুখে নিতে চাই না। তোমরা সবাই বাসায় গিয়ে টুথপেস্ট দিয়ে ভালো করে মুখ ধুয়ে নেবে, যেহেতু এই দেশের নামটা মুখে নিয়েছো। ঠিক আছে?’
Exit mobile version