Site icon Mati News

শাবির ভর্তি ফি ৩৯ শতাংশ নয়, বাড়ল ১০ শতাংশ

শাবির

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তথা শাবির ২০১৮-১৯ সেশনের স্নাতক (সম্মান) ভর্তি ফি ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এর আগে গত ৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত ছাড়াই ২০১৮-১৯ সেশনের ভর্তি ফি বাবদ ৯৫০০ টাকা নিয়ে আসতে বলা হয়, যা গতবছরের তুলনায় প্রায় ৩৯ শতাংশ বেশি ছিল। এ নিয়ে শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়। ভর্তি ফি কমানোর দাবিতে বিক্ষোভ, সমাবেশ ও মানববন্ধন করে বেশ কয়েকটি সংগঠন।

বুধবার সকালে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলে বর্ধিত ভর্তি ফি ৩৯ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ অনুমোদন দেয়া হয়। ফলে নতুন বর্ষের শিক্ষার্থীদের ৭৫০০ টাকায় ভর্তি হতে হবে।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, গত ৫ বছরের মুদ্রাস্ফীতির হার হিসেব করলে এ বছর ২৪ শতাংশ ফি বাড়ার কথা ছিল। কিন্তু শিক্ষার্থীদের কথা চিন্তা করে আমরা ১০ শতাংশে রেখেছি।

উল্লেখ্য, এ বছরের মেধাতালিকার ভর্তি প্রক্রিয়া আগামী ১১ থেকে শুরু হবে। চলবে ১৪ নভেম্বর পর্যন্ত চলবে।

Exit mobile version