রেজ়াল্ট বেরিয়েছে বাংলা ধারাবাহিকগুলির। আর সেখানেই বাকিদের দশ গোলে হারিয়ে প্রথম হয়েছে ‘কৃষ্ণকলি’। সম্প্রতি প্রকাশিত হয়েছে বাংলা ধারাবাহিকের টি আর পি চার্ট। আর সেই চার্টে প্রথম নামটা ‘কৃষ্ণকলি’র। বাকিদের চেয়ে অনেক বেশি টি আর পি তুলে নিয়েছে এই সিরিয়ালটি। প্রধান দুই চরিত্রের ভূমিকায় অভিনয় করছেন নীল ভট্টাচার্য ও তিয়াসা রায়। গ্রামের মেয়ে শ্যামা ও বড়লোক বাড়ির ছেলে নিখিলের এই গল্পে পরিচালকরা নিয়ে আসছেন নিত্যনতুন চমক ও টানটান স্টোরিলাইন। ধারাবাহিকটির আরও দুই গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রিমঝিম মিত্র ও শর্বরী দত্তর মতো অভিনেত্রীরা। তবে ‘কৃষ্ণকলি’র চেয়ে খুব বেশি পিছিয়ে নেই আরও দুই জনপ্রিয় ধারাবাহিক। টি আর পি তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে দিতিপ্রিয়া রায় অভিনীত ‘রানি রাসমণি’ ও তৃতীয় স্থানটি পেয়েছে ‘জয় বাবা লোকনাথ’। আর চতুর্থ? একসঙ্গে তিন-তিনটি ধারাবাহিক দখল করে নিয়েছে এই স্থানটি— ‘ফাগুন বউ’, ‘দেবী চৌধুরানী’ ও ‘জয়ী’।