Site icon Mati News

শিশুর স্কুল ব্যাগে কী কী রাখবেন না?

বেশিরভাগ শিশুই নিজের স্কুল ব্যাগ গোছাতে পারে না। দায়িত্বটা তাই অভিভাবকদেরই নিতে হয়। অথচ অভিভাবকরা অজান্তেই স্কুল ব্যাগ গোছানোর সময় বড় কতকগুলো ভুল করে ফেলেন। ‘স্ট্যাট’ (এসটিএটি) বলছে, স্কুল ব্যাগে এমন কোনও জিনিসপত্র দেওয়া যাবে না, যা শিশুর স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে তোলে—
জলের বোতল: প্লাস্টিকের বোতলে ক্ষতিকর সিসে থাকে। সিসের সম্ভাব্য ঝুঁকি হচ্ছে, শিশুর বিকাশগত সমস্যা, রক্তাল্পতা এবং হার্টের সমস্যা। স্ট্যাট পিতামাতাদের ‘প্যাথালেটস’ অথবা ‘বিসফেনল-এ’ (বিপিএ) আছে এমন পুনর্ব্যবহারযোগ্য জলের বোতল কেনা থেকেও বিরত থাকতে পরামর্শ দিচ্ছে। কারণ, এসবের সঙ্গেও স্বাস্থ্যঝুঁকি সম্পর্কযুক্ত।
ব্যাকপ্যাক: ভিনাইল অথবা পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসি কিংবা রিসাইকেল নম্বর থ্রি আছে এমন ব্যাকপ্যাক না কেনাই ভালো। চকচকে ব্যাকপ্যাক সাধারণত ভিনাইল দিয়ে তৈরি করা হয় এবং তাতে পিভিসি, লেড ও উচ্চমাত্রায় প্যাথালেটস থাকতে পারে।
প্লাস্টিকের টিফিন বক্স: অনেক প্লাস্টিকের টিফিন বক্স ভিনাইল প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়, যেখানে প্যাথালেটস থাকে। প্লাস্টিকের নমনীয়তা বাড়িয়ে তুলতে উপাদানটি ব্যবহার করা হয়। ফলে এই ধরনের সামগ্রী ব্যবহার থেকে হতে পারে অ্যাজমা, লো আইকিউ, অল্টারড রিপ্রোডাক্টিভ ডেভেলপমেন্ট ও ডায়াবেটিসের সমস্যা।
থ্রি-রিং বাইন্ডার্স: অনেক থ্রি রিং বাইন্ডার্স খাতা তৈরি করতে প্যাথালেটস ব্যবহার করা হয়।
পেপার ও নোটবুক: পেপার মিল ক্লোরিন ব্যবহার করে এবং কোটি কোটি গ্যালন ওয়েস্ট ওয়াটার রিলিজ করে বাতাস, জল ও পরিবেশকে দূষিত করে তোলে। যদি সম্ভব হয় আনব্লিচড, প্রসেসড ক্লোরিন ফ্রি এবং পোস্ট কনজ্যুমার ওয়েস্ট রিসাইকেলড কন্টেন্টের পেপার প্রোডাক্টস বেছে নিন।
রং পেনসিল: রং পেনসিল তৈরিতে অ্যাসবেস্টস ব্যবহার করা হয়ে থাকতে পারে যা আসলে ক্ষতিকর পদার্থ। তাই বাচ্চাদের জন্য রং পেনসিল কেনার সময় ‘এপি’ (অ্যাপ্রুভবড প্রোডাক্ট), সিপি (সার্টিফায়েড প্রোডাক্ট) অথবা এইচ এল (হেল্‌থ লেবেল) লেখা আছে কি না তা দেখে নিন।

Exit mobile version