এখন আর সেভাবে দেখা হয় না- এটা হল সব থেকে কমন লক্ষ্মণ। অনেকে ভাবেন, দেখা কম হলেও মনের বাঁধন আলগা হয় না। এই ভাবনাটা অহংকারের জন্ম দেয়। সঙ্গী বা সঙ্গীনি ভাবেন, সময় না দিলেও এই সম্পর্কে প্রভাব পড়বে না। এখানেই কিন্তু ভুলটা হয়। আপনার এই ভাবনার সুযোগে সঙ্গী বা সঙ্গীনি হয়তো অন্য কারও সঙ্গে দেখা করে সময় কাটাচ্ছেন।
দূরত্ব বজায় রাখে- সঙ্গী বা সঙ্গীনি এখন আপনার সঙ্গে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলে। কারণ আপনি জানেন না! আপনার কোনও ব্যাপারে তাঁর এখন আর তেমন আগ্রহও নেই। সাবধান হোন।
বন্ধুর মতো আচরণ- আপনারা এতদিন ছিলেন আদ্যপান্ত প্রেমিক-প্রেমিকা। হঠাত্ করেই আপনার সঙ্গী আপনার সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করছেন। অনেকে কিন্তু প্রেম ও বন্ধুত্ব সমান তালে বজায় রাখেন। সেটা আলাদা ব্যাপার। কারণ, এমন মানুষরা এটা সম্পর্কের শুরু থেকেই করতে পারেন। কিন্তু সম্পর্কের মাঝে আচমকা বন্ধুর মতো আচরণ হলে মুশকিল।
আপনাকে প্রেমিক বা প্রেমিকা বলে পরিচয় দেয় না- আপনি বারবার চাইছেন, সঙ্গী বা সঙ্গীনির বন্ধুমহলের সঙ্গে পরিচিত হতে। কালেভদ্রে হয়তো হলেনও। কিন্তু সে আপনাকে তাঁর প্রেমিক বা প্রেমিকা বলে পরিচয় দিল না। ভেবে দেখুন।
একপেশে কথাবার্তা- প্রেমিক বা প্রেমিকা সব সময় তাঁর কথাই আপনাকে বলেন। আপনি কিছু বলতে গেলেই এড়িয়ে যান। সতর্ক হোন।
পুরনো সম্পর্কের স্মৃতিচারণ- প্রেমিক বা প্রেমিকা সব সময় আপনাকে তাঁর অতীত সম্পর্ক নিয়ে কথা বলেন। আপনি আশ্বস্ত করলেও এ সমস্যার সুরাহা হয় না। সাবধান হোন। হতে পারে, সে তাঁর পুরনো প্রেম থেকে এখনও সম্পূর্ণরূপে বেরিয়ে আসতে পারেনি।