Site icon Mati News

নবীজির সাথে মুমিনদের ঘনিষ্ঠ সম্পর্কের বর্ণনা

নবীজির (সা.) সাথে মুমিন দের সম্পর্ক কেমন ছিল? কেবলই নেতা ও কর্মীর মধ্যকার আদেশ ও আনুগত্যের সম্পর্ক? কুরআন আমাদের এ প্রশ্নের উত্তর দেয়। কুরআন আমাদের জানিয়ে দেয়, রাসুলুল্লাহ (সা) ও মুমিন দের মধ্যকার উষ্ণ ও ঘনিষ্ঠতর সম্পর্কের কথা। নিম্নে এমনই চারটি আয়াত উল্লেখ করা হল।

এক. “নবী মুমিনদের নিকট তাদের নিজেদের অপেক্ষা অধিক ঘনিষ্ঠ এবং তাঁর (নবীজির) স্ত্রীগণ তাদের (মুমিনদের) মাতা।…” (সূরা আহযাব, আয়াত: ৬)

দুই. “তোমাদের কাছে এসেছে তোমাদের মধ্য থেকেই একজন রাসূল। তোমাদের দুঃখ-কষ্ট তার পক্ষে দুঃসহ। তিনি তোমাদের মঙ্গলকামী, মুমিনদের প্রতি স্নেহশীল, দয়াময়।” (সূরা তওবা, আয়াত: ১২৮)

তিন. “আর তাদের মধ্যে কেউ কেউ নবীকে ক্লেশ দেয়, এবং বলে, এ লোকটি তো কানসর্বস্ব। আপনি বলে দিন, কান হলেও তোমাদেরই মঙ্গলের জন্য, আল্লাহর উপর বিশ্বাস রাখে এবং বিশ্বাস রাখে মুসলমানদের কথার উপর। বস্তুতঃ তোমাদের মধ্যে যারা ঈমানদার তাদের জন্য তিনি রহমতবিশেষ। আর যারা আল্লাহর রাসূলের প্রতি কুৎসা রটনা করে, তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আযাব।” (সূরা তওবা, আয়াত: ৬১)

চার. “আল্লাহর রহমতেই আপনি তাদের জন্য কোমল হৃদয় হয়েছেন পক্ষান্তরে আপনি যদি রাগ ও কঠিন হৃদয় হতেন তাহলে তারা আপনার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতো। কাজেই আপনি তাদের ক্ষমা করে দিন এবং তাদের জন্য মাগফেরাত কামনা করুন এবং কাজে কর্মে তাদের পরামর্শ করুন। অতঃপর যখন কোন কাজের সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেন, তখন আল্লাহ তাআলার উপর ভরসা করুন। আল্লাহ তাওয়াক্কুল কারীদের ভালবাসেন।” (সূরা আলে ইমরান, আয়াত: ১৫৯)

Exit mobile version