Health and Lifestyle রাস্তা দাপাচ্ছে ইয়ামাহার নতুন বাইক, কী কী আছে জানেন? By abc on Nov 12, 2018 ইয়ামাহার নতুন তিন চাকার বাইক নিকেন জিটিতিন চাকার আবার বাইক হয় নাকি! তিন চাকার কথা এলেই অটোর ছবিটা সামনে ভেসে ওঠে। কিন্তু ইয়ামাহা যা আনছে তা দেখে চমকে উঠবেন।ইয়ামাহা তিন চাকার মোটর সাইকেলটির নাম নিকেন জিটি ।ইয়ামাহার নতুন তিন চাকার বাইক নিকেন জিটিবাইকটির বিশেষত্ব হল, এর পিছনের সিটের পাশে ২৫ লিটারের প্যানিয়ার্স আছে। যাতে অনায়াসে অনেক জিনিস বহন করা যাবে।বাইকটির আরও আকর্ষণীয় বিষয় হল, এতে মোবাইল বা কোনও ইলেকট্রনিক্স গ্যাজেট চার্জ দেওয়ার ব্যবস্থা আছে।বাইকটির সামনের দিকে দু’টি চাকা। বেশি বাঁক নিয়ে ঘুরতে গিয়ে অনেক সময় স্কিড করে বাইক। কিন্তু নিকেনের সামনের দু’টি চাকা সেটা ব্যালান্স করে। বাইকের সামেনে রয়েছে চওড়া উইন্ডস্ক্রিন। সিট চওড়া এবং রয়েছে হিটেড হ্যান্ডলবার গ্রিপ।নিকেন জিটি ৮৪৭ সিসি-র তিন সিলিন্ডারবিশিষ্ট । যা ইয়ামাহা-র অন্য মডেল এমটি-০৯-এ ব্যবহার করা হয়েছে।নিকেন জিটিতে রয়েছে ক্রুজ কন্ট্রোল। ফোর্থ গিয়ারের পর এবং সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ৮০ কিলোমিটার হলেই সেই কন্ট্রোলার কাজ করবে।ব্রিটেন ও আমেরিকায় ইতিমধ্যেই বিক্রি শুরু হয়ে গিয়েছে নিকেন জিটি-র। ভারতীয় মুদ্রায় এর দাম প্রায় ১২ লক্ষ। Post Views: 2,591 Related posts: যৌন আসক্তি বলে কি সত্যিই কিছু আছে? : বিবিসি বাংলা রোজ ঘরোয়া কাজে মেয়েদের কত পরিশ্রম হয় জানেন? জানেন কোন বিষয়গুলিতে মেয়েরা প্রায়ই ‘মিথ্যে’ বলেন? হ্যান্ডসাম না হলেও জেতা যায় মেয়েদের মন, জেনে নিন কী ভাবে? নিয়মিত যৌনতা আনে স্বাস্থ্যের উন্নতি, জানেন কীভাবে ? নারীর একান্ত কিছু স্বাস্থ্য সমস্যা ও সমাধান বয়স হবার পরও শিশুর কথা না বলার কারণ সাদাস্রাব নিয়ে কিছু কথা Karizma ZMR তৈরি বন্ধ করতে চলেছে Hero ? নিয়মগুলো মেনে চলে সিজার এড়ানো সম্ভব constipation home remedies and the causes of the problem নকল ওষুধ খাচ্ছেন না তো? জেনে নিন ধরবেন কী করে Home remedies for Digestive problems স্বাস্থ্য টিপস : বিশেষজ্ঞ ডাক্তার যা বললেন উকুন দূর করার আটটি উপায় গলায় কি মাছের কাঁটা ? ৫টি চটজলদি সমাধান পেটের চর্বি কমানোর উপায় : শুনুন বিশেষজ্ঞদের কথা শ্বাসকষ্ট : উপুড় হয়ে শুলেই দ্রুত মিলবে স্বস্তি! চা খেলে করোনা থেকে মুক্তি মিলবে? কী বলছে গবেষণা করোনা প্রতিরোধ করা যাবে সুইডিশ কায়দায়?