যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম কলেজ ইউনিটের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি

FacebookTwitterEmailShare

মানবসেবায় উদ্বুদ্ধ হয়েই সেবাব্রতী সংগঠন যুব রেড ক্রিসেন্ট এর জন্ম। মানবজাতির যেকোনো সেবায় যুব রেড ক্রিসেন্ট সবসময় পাশে থাকে। তেমনি প্রত্যেক শীতকালে শীতার্ত মানুষের পাশে দাঁড়ায় এ সংগঠন। এবারও তার ব্যতিক্রম হয়নি। 

দুটি বস্তি দেবপাহাড় ও ফুলবাড়িয়ার শিশুদের নিয়ে ‘সুবিধাবঞ্চিত শিশু নিকেতন’ স্কুল চালু করা হয়। প্রত্যেক শনিবার যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম কলেজ ইউনিট স্কুলটি পরিচালনা করে। অত্র স্কুলে ৭০ জনের বেশি শিক্ষার্থী অধ্যয়নরত আছে। 

১লা ফেব্রুয়ারি রোজ শনিবার যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম কলেজ ইউনিট ‘সুবিধাবঞ্চিত শিশু নিকেতন’ এর শিক্ষার্থীদের মাঝে “শীতবস্ত্র বিতরণ” প্রোগ্রামের আয়োজন করে। প্রোগ্রামটির সভাপতিত্ব করেন যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম কলেজ ইউনিটের দলনেতা সৌরিক দেওয়ানজী। উক্ত প্রোগ্রামে চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্ট কর্তৃক প্রায় ৪০ জন শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান আ. ন. ম তামজিদ, যুব উপপ্রধান-১ সুজিত রুদ্র এবং  দুর্যোগ ও মানবিক সাড়াপ্রদান বিভাগীয় প্রধান মো: রাকিবুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম কলেজ ইউনিটের কমিটি মেম্বার ও সদস্যরা। 

সবশেষে বাচ্চাদের হাসিমাখা মুখের সাথে ফ্রেমবন্দী হয় সবাই।

লেখক পরিচিতি: 

নাম:- কাজী মালিহা আকতার

উপদলনেতা, প্রশিক্ষণ ও সহ-শিক্ষা কার্যক্রম বিভাগ 

যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম কলেজ ইউনিট

ই-মেইল: malihaakter124@gmail.com

ক্যাম্পাস