চরিত্রের প্রয়োজনে ‘মোটা’ হলেন মোশাররফ করিম

ঈদ-উল-ফিতরে আসছে মোশাররফ করিম অভিনীত নাটক ‘ফ্যাট ম্যান। বর্তমানে কক্সবাজারে চলছে নাটকটির শুটিং। নাটকটি রচনা ও পরিচালনা করছেন নাট্য নির্মাতা সাগর জাহান। মোশাররফ করিম ছাড়াও এতে অভিনয় করেছেন সাবিলা নূর, আ খ ম হাসান, আরফান আহমেদ, ফারুক আহমেদ, শানারেই দেবি শানু, ও নওশাবাসহ আরও অনেকে। নাটকটি প্রচারিত হবে বাংলাভিশনে।নির্মাতা সাগর জাহান প্রিয়.কমকে বলেন, ‘ঈদে যে সময়ে আমার ‘আরমান ভাই’, ‘সিকান্দার বক্স’, […]