দ্রুত বাড়ছে চীনের ভোক্তা ইলেকট্রনিক্স খাত
সিএমজি বাংলা: চলতি বছরের প্রথম ১০ মাসে চীনের ভোক্তা ইলেকট্রনিক্স খাত উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে। এক্ষেত্রে উঠে এসেছে কুয়াংতোং প্রদেশের টেক হাব খ্যাত শেনচেন শহরের স্কাইওয়ার্থ কারখানার কথা, যেখান থেকে এখন প্রতিদিন বিশ্বের ১১০টি দেশ ও অঞ্চলে প্রায় ৩০ হাজার টেলিভিশন রপ্তানি হচ্ছে।স্কাইওয়ার্থের কর্মকর্তা ডিং ইয়ানলিং জানান, কোম্পানির মাসিক চালান গত বছরের তুলনায় ৪০ শতাংশ […]