৯ হাজার মিটার উচ্চতায় চীনের ‘চিমু-১’: মালভূমির পরিবেশ রহস্যে নতুন জানালা
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের লুলাং, নিয়িংছি। এই উচ্চ মালভূমির মাঝে সম্প্রতি সম্পন্ন হয়েছে এক বৈপ্লবিক বৈজ্ঞানিক অভিযান ‘চিমু-১’ টেথারড বেলুন অ্যাটমোসফেরিক অবজারভেশন এক্সপেরিমেন্ট। একবিংশ শতাব্দীর বৈজ্ঞানিক অর্জনে এটি যুক্ত করেছে এক নতুন অধ্যায়।এই টেথারড বা ভূমির সঙ্গে সংযুক্ত বেলুনটি ছিল উচ্চ প্রযুক্তিতে সুসজ্জিত। একসঙ্গে বহন করেছে ১৬ ধরনের বৈজ্ঞানিক পেলোড, যার মোট ওজন প্রায় […]