ধুলিঝড়ের পূর্বাভাস দেবে চীনের এআই মডেল
বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক গ্লোবাল অ্যারোসল-মেটিওরোলজি ফোরকাস্টিং সিস্টেম তৈরি করেছে চীন, যা সারা বিশ্বে ধুলিঝড়ের পূর্বাভাস আগের চেয়ে দ্রুত ও নির্ভুলভাবে দেবে।সম্প্রতি চায়না মেটিওরোলজিক্যাল অ্যাডমিনিস্ট্রেশনের (সিএমএ) লানচৌ ইনস্টিটিউট অব অ্যারিড মেটিওরোলজিতে অনুমোদন পাওয়ার পর সিস্টেমটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। ধুলিঝড়ের পূর্বাভাস দেওয়া আবহাওয়াবিজ্ঞানের জটিল ক্ষেত্রগুলোর একটি। কারণ ধুলার জমাট বাঁধা, উড়ে চলা ও কণার স্বভাব বেশ […]