রাডারের গণ্ডির বাইরে থেকে হামলায় সক্ষম চীনের এইচ-৬
চীনের চিলিন প্রদেশে আয়োজিত ছাংছুন এয়ার শোতে প্রদর্শিত হলো অত্যাধুনিক সব বোমারু বিমান। এতে এইচ-৬ সিরিজের একাধিক বোমারু বিমান প্রদর্শন করা হয়, যেগুলো প্রতিপক্ষের রাডার ফাঁকি দিতে সক্ষম।চীনের সামরিক বিশ্লেষক ওয়েই তোংসু বলেন, ‘আগে এইচ-৬ বোমারু বিমানে স্বচ্ছ ককপিট ছিল। এখনকার এইচ-৬কে এয়ারবোর্ন রাডার-এ রূপান্তরিত করা হয়েছে। এটি সমুদ্র বা ভূমিতে থাকা দূরবর্তী লক্ষ্যবস্তু চিহ্নিত […]