জাপানের বুলেট ট্রেন: ৬০ বছরে পরিবর্তনের গল্প

বিশ্বের প্রথম হাই-স্পিড ট্রেন শিনকানসেনের ৬০ বছর পূর্ণ হলো। ১৯৬৪ সালে টোকিও স্টেশন থেকে ওসাকা যাওয়ার মাধ্যমে যাত্রা শুরু করেছিল এই বুলেট ট্রেন। অনন্য ডিজাইনের জন্য পরিচিত শিনকানসেন, “টোকাইডো শিনকানসেন” নামে পরিচিত এই রুটটিকে “গোল্ডেন রুট” বলা হয়। মাত্র আড়াই ঘণ্টায় এই ট্রেন যাত্রীদের টোকিও থেকে ওসাকা পৌঁছে দেয়, পথে মাউন্ট ফুজি ও কিয়োটোর মতো ঐতিহাসিক স্থান পেরিয়ে।

৬ দশকে শিনকানসেন নেটওয়ার্ক অনেক সম্প্রসারিত হয়েছে। এখন ৯টি লাইন জাপানের হোক্কাইডো, হনশু ও কিউশু দ্বীপে সংযোগ স্থাপন করেছে। ২০২৪ সালে হোকুরিকু শিনকানসেন লাইনের সম্প্রসারণ “নিউ গোল্ডেন রুট” নামে পরিচিতি পেয়েছে। এই রুটটি টোকিও থেকে ওসাকা পর্যন্ত ভ্রমণের নতুন সুযোগ সৃষ্টি করেছে।

শিনকানসেন শুধু দ্রুত যাত্রা নয়, জাপানের বিভিন্ন অঞ্চল ঘুরে দেখার সুযোগও করে দেয়। যেমন টোকিও থেকে টয়ামা যাওয়ার পথে উনাজুকি ওনসেনের হট স্প্রিংস বা কুরোবে গর্জ রেলওয়ের প্রাকৃতিক সৌন্দর্য।

এছাড়া কানাজাওয়া শহরে ঐতিহ্যবাহী গোল্ড লিফ শিল্প ও ওয়াজিমার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ল্যাকারওয়ার শিল্প পুনর্গঠনসহ বিভিন্ন ঐতিহ্যবাহী কাজের সঙ্গে সংযোগ স্থাপন করেছে এই ট্রেন।

৬০ বছরে শিনকানসেন জাপানের ঘনবসতিপূর্ণ নগরী এবং প্রত্যন্ত অঞ্চলগুলোর মধ্যে সংযোগ গড়ে তুলেছে। এটি জাপানের আধুনিক প্রযুক্তি এবং প্রাচীন ঐতিহ্যের সংমিশ্রণের প্রতীক। আগামী দিনগুলোতেও শিনকানসেন জাপানের উন্নয়নের প্রতীক হয়ে থাকবে।

japannews