বিষণ্ন দেশের তালিকায় সপ্তম বাংলাদেশ, শীর্ষে আফগানিস্তান

বিশ্বের ক্ষুব্ধ, দুঃখী এবং অবসাদগ্রস্ত দেশের তালিকায় সপ্তম স্থানে উঠে এসেছে বাংলাদেশের নাম। বিষণ্ন দেশের তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান। যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপ সংস্থা গ্যালপ ২০২২-এর ইমোশনস রিপোর্টে এ তথ্য উঠে এসেছে।

এবার বিশ্বের ১২২টি দেশের এক লাখের বেশি মানুষের ওপর সমীক্ষা চালানো হয়েছে। ৫৬ স্কোর নিয়ে তালিকার প্রথমে আফগানিস্তান। বাংলাদেশে চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি থেকে মার্চের ৩০ তারিখ পর্যন্ত প্রায় ১ হাজার মানুষের ওপর জরিপ চালানো হয়েছে।

 

 

news