অক্টোবর ২৪, সিএমজি বাংলা ডেস্ক: চীন শিগগিরই উপযুক্ত সময়ে শেনচৌ–২১ মানববাহী মহাকাশযান উৎক্ষেপণ করবে বলে জানিয়েছে চায়না ম্যানড স্পেস এজেন্সি (সিএমএসএ)।
সংস্থাটি শুক্রবার এক বিবৃতিতে জানায়, শেনচৌ–২১ মহাকাশযান ও লং মার্চ–২এফ রকেট ইতোমধ্যে উৎক্ষেপণ এলাকায় স্থানান্তর করা হয়েছে।
সিএমএসএ আরও জানায়, উৎক্ষেপণ কেন্দ্রের সব সুবিধা ও যন্ত্রপাতি ভালো অবস্থায় আছে এবং পরিকল্পনা অনুযায়ী কার্যকারিতা পরীক্ষা ও মহড়া চলছে।
এই উৎক্ষেপণের মাধ্যমে চীন তার মহাকাশ স্টেশনে নতুন নভোচারী দল পাঠাবে বলে ধারণা করা হচ্ছে।