মালেক সাহেবের আত্মহত্যা ও তার আগে
সকালে শেভ করে আফটার শেভ মেখে নেন মালেক সাহেব।ভালো করে নাস্তা করেন।গোসল করেন। স্যুট টাই পরেন। চশমা পরেন।মিস্ত্রি ডাক দেন। ফ্যান ঠিকঠাক মতো স্ট্রং আছে কিনা সেটা পরীক্ষা করান।তিনি মিস্ত্রিকে বলেন তিনি আত্মহত্যা করবেন। মিস্ত্রি বিশেষ পাত্তা দেয় না। টাকা নিয়ে চলে যায়।এরপর মালেক অনলাইনে একটি আত্মহত্যার ভিডিও দেখেন। নির্বিকার। চশমা পরিষ্কার করেন।মালেক সাহেব দড়িটা […]