China চীনে অ্যাপলের বিনিয়োগ, জোরদার হবে চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক By abc on Oct 26, 2024Oct 26, 2024 অক্টোবর ২৬, সিএমজি বাংলা ডেস্ক: চীনে অ্যাপলের ব্যবসার পরিধি আরও বৃদ্ধির পাশাপাশি চীন-যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্যিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেছেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনথাও এবং অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক। শুক্রবার বেইজিংয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে টেক জায়ান্টটি অভিন্ন উন্নয়ন অর্জনের জন্য চীনা অংশীদারদের সঙ্গে স্থিতিশীল সহযোগিতা বজায় রাখতে আগ্রহ প্রকাশ করে। এছাড়া অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক এবং চীনে দীর্ঘমেয়াদী উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছেন যেখান টিম কুক। চীন এখন বিদেশি কোম্পানিগুলোকে দেশে বিনিয়োগ করার জন্য আরও সুযোগ দিচ্ছে এবং বিদেশী-বিনিয়োগকৃত উদ্যোগের উদ্বেগ মোকাবেলায় দৃঢ় পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে ওয়াং বলেন, অ্যাপল সুযোগগুলোকে কাজে লাগাতে এবং চীনের বাজারে তার উপস্থিতি আরও বৃদ্ধিকে আমরা স্বাগত জানাই।এসময় ওয়াং জোর দিয়েছ বলেন, চীন-যুক্তরাষ্ট্রের পারস্পরিক সুবিধা এবং জয়-জয় ফলাফলের ভিত্তিতে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা উভয় দেশের মৌলিক স্বার্থ রক্ষা করবে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীল শক্তি হিসেবে কাজ করবে। Post Views: 109 Related posts: উদ্ভাবনী পণ্যে সাংহাইয়ে চলছে চায়না ব্র্যান্ড দিবসের উৎসব গ্যাস-সমৃদ্ধ দূরবর্তী একাধিক গ্যালাক্সি খুঁজে পেল চীনা টেলিস্কোপ হংকং-চুহাই-ম্যাকাও সেতু দিয়ে আমদানি-রপ্তানি বেড়েছে ২৪% Root-Seeking Festival commemorating birth of Yan Emperor held in Hubei Province ঢাকা- বেইজিং সরাসরি ফ্লাইট চালু ১৫ জুলাই চীনজুড়ে স্মার্ট পরিবহন গড়ছে ফাইভ জি নেটওয়ার্ক চিকিৎসা ও স্বাস্থ্যসেবা ব্যবস্থার সংস্কার আরও বাড়াচ্ছে চীন স্যাটেলাইটের মাধ্যমে তংথিং বাঁধে চোখ রাখবে চীন চীনে আইনি সহায়তা দিচ্ছে এআই বাংলাদেশের বন্যাদুর্গতদের পাশে পান্ডা সুজ বন্যাদুর্গতের ১লাখ মার্কিন ডলার অনুদান দিল চীনা রেড ক্রস সি চিনপিংয়ের ভাষণের প্রশংসা করেছেন বিশেষজ্ঞরা ফেনীতে বন্যাকবলিতদের নতুন ঘর দিল হুয়াওয়েই আলঝেইমার্স শনাক্তকরণে চীনের যত অভিনব প্রযুক্তি জমকালো আয়োজনে প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা চায়না ডে ২০২৪ চীনা গাড়ি কেনার কথা ভাবছেন দুই-তৃতীয়াংশ জার্মান: জরিপ আলিফাকে পড়ালেখা করে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান চীনা রাষ্ট্রদূতের চীনে নতুন প্রজাতির মাছ আগামী ৫০ বছরে চীন-বাংলাদেশ বড় সাফল্য অর্জন করবে : সিএমজিকে সাক্ষাৎকারে চীনা বিশেষজ্ঞ ড. ইয়াং চিয়ে মিয়ান প্রথমবারের মতো বিমানবন্দর উন্নয়ন সূচক প্রকাশ করলো চীন china