China চীনে আইনি সহায়তা দিচ্ছে এআই By abc on Jul 14, 2024Jul 14, 2024 AI Lawyer in Chinaসিএমজি বাংলা: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে এখন নেতৃত্বে আছে চীন। বৈপ্লবিক সব পরিবর্তন ঘটছে এ খাতে। এবার দক্ষিণ চীনের শেনচেনে বিচারিক ব্যবস্থার জন্য লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের পাশাপাশি একটি এআই আইনি সহায়তা পরিষেবা চালু করা হয়েছে।অল-চায়না ফেডারেশন অব ট্রেড ইউনিয়নের সহযোগিতায় নির্মিত এই কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন আইনি সহকারী ব্যবস্থাটি শ্রমিকদের নানা ধরনের আইনি পরামর্শ প্রদান করতে সক্ষম। এতে তাদের খরচ ও সময় দুটোই বাঁচবে, এবং জটিল ও দীর্ঘ পরামর্শের মতো চ্যালেঞ্জও সফলভাবে মোকাবেলা করবে।শাংহাইতে সদ্য সমাপ্ত বিশ্ব এআই সম্মেলনেও উঠে এসেছে এআই আইনজীবীর প্রসঙ্গ।এই এআই-এর সহকারী ডেভেলপার সিয়ে কুয়াংচুন জানালেন, ‘এই ধরনের একটি এআই আইনজীবী সহকারীর মাধ্যমে, ব্যবহারকারীরা স্বাধীনভাবে তাদের মোবাইল ফোনের মাধ্যমেই আইনি প্রশ্ন ও উত্তর পাবেন। এটি উল্লেখযোগ্যভাবে আইনি সহায়তার সক্ষমতা বাড়াবে।’ ইতোমধ্যে, বিচারিক কাজে সদ্য চালু হওয়া এআইটি মামলা দায়ের থেকে শুরু করে নিষ্পত্তি পর্যন্ত সমস্ত আইনি প্রক্রিয়া জুড়ে সহায়তা দেওয়ার সক্ষমতা দেখিয়েছে। এটি বিভিন্ন জটিল মামলার বিবরণ দ্রুত বুঝতে বিচারকদের সহায়তাও করছে।শেনচেন ইন্টারমিডিয়েট কোর্টের দেওয়ানী বিচারক চেন ইউনফেং জানালেন, ‘বিশেষ করে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এবং সাধারণ জ্ঞানের ওপর ভিত্তি করে এটি বিচারকদের কাছে অর্থপূর্ণ এবং অন্তর্দৃষ্টিপূর্ণ বিশ্লেষণ দিচ্ছে। বিচারকদের পুঙ্খানুপুঙ্খভাবে এবং সত্যতার সঙ্গে বাদির দৃষ্টিভঙ্গি বিবেচনা করতে সহায়তা করছে। এতে করে মূল বিরোধের প্রতি ফোকাস করা যায় এবং রায়ও দ্রুত প্রদান করা যাবে।’এই এআই ট্রায়াল সিস্টেমটি প্রতিটি কেস থেকে ২১২টি গুরুত্বপূর্ণ ডেটা পয়েন্ট বের করে এবং বিশ্লেষণ করে, বিরোধ নিষ্পত্তির নির্ভুলতা বাড়ায়। পরীক্ষামূলক পর্যায়ে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন এআই ট্রায়াল সিস্টেমটি এরইমধ্যে ২ লাখ ৯১ হাজার মামলা দায়েরের সুবিধা দিয়েছে এবং ১১ হাজার ৬০০টি প্রাথমিক নথির খসড়া তৈরি করেছে।চীনের উন্নয়ন ও এগিয়ে চলার সব খবর পড়ুন এই লিংকে Post Views: 411 Related posts: বাংলাদেশে কর্মরত চীনা কর্মকর্তাদের জন্য বাংলা ভাষা শিক্ষা কোর্স চালু সামুদ্রিক অর্থনীতি উন্নয়নে এগিয়ে যাচ্ছে চীন হাংচৌর গ্র্যান্ড ক্যানেলে পর্যটন বাড়ছে চীনের লম্বা চুলের ইয়াও জাতি কাজাখ শিশুদের চীনা গান উপভোগ করলেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং সি-হাসিনা বৈঠক অনুষ্ঠিত চীনে জেগে উঠছে ঘুমের অর্থনীতি কেমন করে এলো ব্যাংক নোট: মেড ইন চায়না স্যাটেলাইটের মাধ্যমে তংথিং বাঁধে চোখ রাখবে চীন এশিয়ার বৃহত্তম ফুলের বাজার চীনের দোওনান ফেনীতে বন্যার্তদের মাঝে রান্না করা খাবার বিতরণ করলো চীনা দূতাবাস সি চিনপিংয়ের ভাষণের প্রশংসা করেছেন বিশেষজ্ঞরা মহাকাশ স্টেশনে রুটিন মেইনটেনেন্স সম্পন্ন করলেন শেনচৌ-১৮ নভোচারীরা ৩৫৬৯ মিটার উচ্চতায় লাসায় পৌঁছেছে চীনের সি৯১৯ জেটলাইনার ভৌগলিক বিজ্ঞানের এআই ল্যাঙ্গুয়েজ মডেল উন্মোচন চীনে চীনের ১০০ প্রবাসী পেলেন ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড মানুষের মাঝে বন্ধুত্বের বিকাশে ব্যাপক অংশগ্রহণের আহ্বান ওয়াং ই’র আলিফাকে পড়ালেখা করে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান চীনা রাষ্ট্রদূতের US Cutting Off Its Nose to Spite China’s Face হাইনানে ভার্চুয়াল রিয়েলিটি গবেষণা কেন্দ্রের উদ্বোধন aichinaচীন