China প্রথমবারের মতো বিমানবন্দর উন্নয়ন সূচক প্রকাশ করলো চীন By abc on Oct 24, 2024Oct 24, 2024 শাংহাইতে ২০২৪ নর্থ বুন্ড ফোরামে প্রথমবারের মতো বিমানবন্দর উন্নয়ন সূচক উন্মোচন করলো চীন। মঙ্গলবার প্রকাশিত এ সূচকে হংকং, ম্যাকাও ও তাইওয়ান ছাড়া চীনের বিমানবন্দরের মূল্যায়ন সূচক ১০৬ দশমিক ৬৫-এ দাঁড়ায়।২০১৯ সালকে বেসলাইন বা ১০০ পয়েন্ট হিসাবে ধরে এই সূচক প্রকাশ করা হয়। অর্থাৎ সূচকটি চার বছরে ৬ দশমিক ৬৫ শতাংশ বেড়েছে। এতে বোঝা যায় চীনের বিমানবন্দরগুলোর উন্নয়ক প্রাক-মহামারি স্তরকেও ছাড়িয়ে গেছে।সূচকটিতে মোট ছয়টি বিষয় বিবেচনা করা হয়েছে—নিরাপত্তা, প্রবেশের সহজীকরণ, সুবিধা, পরিষেবা, পরিবেশগত স্থায়িত্ব এবং অর্থনৈতিক অবদান। শিল্প বিশেষজ্ঞরা বিমানবন্দরে জনসাধারণের প্রবেশের সহজীকরণকে কার্যকরভাবে উন্নত করতে ছোট আঞ্চলিক বিমানবন্দরগুলোকে অগ্রাধিকার দেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়ার পাশাপাশি বেশি পরিমাণ যাত্রী পরিবহনের প্রতিও মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।চীনের বেসরকারি বিমান পরিবহন উন্নয়ন পরিকল্পনা সংস্থার উপ পরিচালক ইয়াও চিনচিন বলেছেন, প্রধান বিমানবন্দরগুলো গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করলেও ছোট আঞ্চলিক বন্দরগুলো ব্যাপক পরিষেবা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এগুলোই মূলত বিমানবন্দরের সামগ্রিক মেরুদণ্ড তৈরি করে।সূত্র: সিএমজি Post Views: 145 Related posts: বাংলাদেশে কর্মরত চীনা কর্মকর্তাদের জন্য বাংলা ভাষা শিক্ষা কোর্স চালু সামুদ্রিক অর্থনীতি উন্নয়নে এগিয়ে যাচ্ছে চীন হাংচৌর গ্র্যান্ড ক্যানেলে পর্যটন বাড়ছে চীনের লম্বা চুলের ইয়াও জাতি কাজাখ শিশুদের চীনা গান উপভোগ করলেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং সি-হাসিনা বৈঠক অনুষ্ঠিত চীনে জেগে উঠছে ঘুমের অর্থনীতি কেমন করে এলো ব্যাংক নোট: মেড ইন চায়না স্যাটেলাইটের মাধ্যমে তংথিং বাঁধে চোখ রাখবে চীন চীনে আইনি সহায়তা দিচ্ছে এআই এশিয়ার বৃহত্তম ফুলের বাজার চীনের দোওনান ফেনীতে বন্যার্তদের মাঝে রান্না করা খাবার বিতরণ করলো চীনা দূতাবাস সি চিনপিংয়ের ভাষণের প্রশংসা করেছেন বিশেষজ্ঞরা মহাকাশ স্টেশনে রুটিন মেইনটেনেন্স সম্পন্ন করলেন শেনচৌ-১৮ নভোচারীরা ৩৫৬৯ মিটার উচ্চতায় লাসায় পৌঁছেছে চীনের সি৯১৯ জেটলাইনার চীনের ১০০ প্রবাসী পেলেন ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড মানুষের মাঝে বন্ধুত্বের বিকাশে ব্যাপক অংশগ্রহণের আহ্বান ওয়াং ই’র আলিফাকে পড়ালেখা করে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান চীনা রাষ্ট্রদূতের হেলিকপ্টার শাটল সার্ভিস চালু করলো চীন চীনের আবিষ্কার নুডলস : মেড ইন চায়না aeroplanechinaচীন