অটোমোবাইল শিল্পকে এগিয়ে নিতে এবার স্মার্ট গাড়ি তৈরি করবে চীন

২০২৭ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ইউয়ান বিক্রির লক্ষ্যে ইনটেলিজেন্ট কানেক্টেড ভেহিকেলস বা স্মার্ট গাড়ি তৈরি করছে চীন। পাশাপাশি অভ্যন্তরীণ চাহিদা বাড়াতে একটি নতুন পরিকল্পনা প্রণয়ন করেছে দেশটির সরকার।

চীনের শিল্প ও তথ্য প্রযুক্তি উপমন্ত্রী সিয়ে ইউয়ানশেং এই পরিকল্পনাকে ‘পরিমাণ থেকে গুণগত মানে রূপান্তর’ হিসেবে আখ্যায়িত করেছেন। এতে শুধু পরিমাণে বেশি উৎপাদন না করে, গ্রাহকদের পরিবর্তিত চাহিদা অনুযায়ী সুনির্দিষ্ট এবং উন্নত পণ্য তৈরি করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এই পরিকল্পনার অংশ হিসেবে গাড়ির বাজারকে আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় শুধু নতুন গাড়ি বিক্রি নয়, বরং পুরাতন গাড়ির বাজার এবং রেন্টাল, আরভি ক্যাম্পিং-এর মতো সংশ্লিষ্ট আফটারমার্কেট পরিষেবাগুলোও সম্প্রসারণের প্রতিশ্রুতি দিয়েছে।

চায়না অ্যাসোসিয়েশন অফ অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্সের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ফু বিংফেং বলেন, গাড়ির শিল্পের আগামী অগ্রগতি নির্ভর করছে স্মার্ট (বুদ্ধিমান) এবং ইন্টারনেট-সংযুক্ত প্রযুক্তি শিল্পে আরও ভালোভাবে ব্যবহার করার ওপর। নতুন ও উন্নত পণ্য তৈরি করতে হবে, যা গ্রাহকদের কাছে পৌঁছাবে। এটাই গাড়ির বাজারকে আরও বড় করার মূল উপায়।

সূত্র: সিএমজি

china