২০২৫ সালে টেলিযোগাযোগ ও অনলাইন প্রতারণার বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়ে ২ লাখ ৫৮ হাজারেরও বেশি মামলার নিষ্পত্তি করেছে চীন। বৃহস্পতিবার বেইজিংয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানায় দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানায়, ২০২২ সালের শেষ দিকে কার্যকর হওয়া টেলিযোগাযোগ ও অনলাইন প্রতারণা প্রতিরোধ আইনসহ সংশ্লিষ্ট আইন অনুযায়ী, সারা দেশে একযোগে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে প্রতারণা চক্রের ৫৪২ জন অর্থ জোগানদাতা, মূল হোতা ও গুরুত্বপূর্ণ সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয়ে পুলিশ ৩৬০ কোটি প্রতারণামূলক ফোনকল প্রতিহত এবং ৩৩০ কোটি স্প্যাম-মেসেজ ব্লক করেছে। প্রতারণায় জড়িত সন্দেহে ২ কোটি ১৭ লাখ ৭ হাজার ইউয়ান জরুরি ভিত্তিতে জব্দ করা হয়েছে।
এ ছাড়া সম্ভাব্য ভুক্তভোগীদের সতর্ক করতে দেশজুড়ে ৬৭ লাখ ৪৭ হাজার সরাসরি সতর্কতা কার্যক্রম চালানো হয়।
মন্ত্রণালয়ের মুখপাত্র চাং মিং বলেন, মিয়ানমার, থাইল্যান্ড ও কম্বোডিয়াসহ একাধিক দেশে প্রতিনিধিদল পাঠিয়ে বিদেশভিত্তিক বহু প্রতারণা কেন্দ্র বন্ধ করা হয়েছে। বিশেষ করে মিয়ানমারের মিয়াওয়াদি এলাকায় চীনা নাগরিকদের জড়িত প্রতারণা মোকাবিলায় চীন-মিয়ানমার-থাইল্যান্ডের ত্রিপক্ষীয় সমন্বয় ব্যবস্থার আওতায় এ পর্যন্ত ৭ হাজার ৬০০-এর বেশি সন্দেহভাজনকে চীনে ফেরত আনা হয়েছে।
সূত্র: সিএমজি