চীনা গাড়ি কেনার কথা ভাবছেন দুই-তৃতীয়াংশ জার্মান: জরিপ

FacebookTwitterEmailShare

জার্মানিতে সাম্প্রতিক একটি জরিপে দেখা গেছে, দেশটির প্রায় দুই-তৃতীয়াংশ নাগরিকই ভবিষ্যতে একটি চীনা গাড়ি কেনার কথা বিবেচনা করছেন। শুক্রবার জার্মান অটোমোবাইল ক্লাব পরিচালিত এ জরিপের তথ্য জানা গেছে জার্মান পাবলিক ব্রডকাস্টার এআরডি-এর একটি প্রতিবেদনে।

Chinese electric car xiomi

জরিপে অংশ নেওয়া ৫৯ শতাংশই ইঙ্গিত দিয়েছে, চীনা গাড়ি কেনার বিষয়টি তাদের বিবেচনায় আছে।

চীনা গাড়ি কেনার আগ্রহ বেশি দেখা গেছে জার্মান তরুণদের মধ্যে। ৩০ থেকে ৩৯ বছর বয়সী জার্মানদের ৭৪ শতাংশ আগ্রহ দেখিয়েছে চীনা গাড়ির প্রতি। ১৮ থেকে ২৯ বছর বয়সী ৭২ শতাংশের মধ্যে একই আগ্রহ দেখা গেছে।

জরিপে দেখা গেছে, যারা চীনা গাড়ি কেনার বিষয়ে ভাবছেন, তাদের সিদ্ধান্তের নেপথ্যে বড় ভূমিকা রেখেছে আর্থিক সামর্থ্য।

সমীক্ষায় আরও দেখা গেছে, যারা উচ্চপ্রযুক্তির বিলাসবহুল যানবাহন কেনার কথা ভাবছেন তাদের প্রায় ৬০ শতাংশই চীনা গাড়ি কিনতে ইচ্ছুক।

সূত্র: সিএমজি

chinaelectric cars